Header Ads Widget

Hadi24.com - আপনার হারনো বা প্রাপ্তির সংবাদ -জানান বা জানুন
BDData.org - বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক সংবাদ ও তথ্য

ভালবাসা-করে-বিয়ে ব্যর্থ আর অসফল হওয়ার সবচেয়ে বড় কারন- ১

নারী পুরুষের আজাদ মেলামেশায় যদি তাদের মাঝে প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে তাহলে এ সম্পর্ক আল্লাহর হুকুমের লংঘনে শয়তানের অনুসরনের মাধ্যমে হয়। আর আল্লাহর পথ ছেড়ে শয়তানের পথ ধরাতে শয়তান তাদের কু-প্রবৃত্তিকে প্ররোচিত আর চিন্তা চেতনাকে সম্পূর্ণরুপে বিকৃত করে দেয়। এই অবৈধ ভালবাসাতে ছেলে মেয়ের একের প্রতি অন্যের আকাশচুম্ভি আশা-আকাঙ্কার সৃষ্টি হয়। বিয়ের পূর্বে উভয়ের প্রেম ভালবাসাকে টিকিয়ে রাখার লক্ষ্যে নিজেদের মধ্যকার অসংখ্যক ভুল-ক্রটি গুলোকে সহ্য করে যায়। আর বিয়ের পরবর্তী জীবনে বিয়েপূর্ব এই বুঝাপড়াটাই তাদের জন্য বিষাক্ত ফল বয়ে আনে।
আল্লাহ আমাদের মালিক। তাই তার হুকুম বুঝে আসুক আর না আসুক। সর্ববস্থায় বিনা যুক্তিতেই মানতে হবে। আল্লাহর দরবার থেকে চিরদিনের জন্য বিতাড়িত চিরদিনের জন্য ইবলিসের একটাই অপরাধ। সে আল্লাহর হুকুমের বিপরীতে যুক্তি উপস্থাপন করেছে।
ভালবাসা পরবর্তী বিয়ে ব্যর্থ আর অসফল হওয়ার সবচেয়ে বড় কারন হলো একে অন্যের আকাশচুম্বি আশা আর আকাঙ্কাকে বাস্তবরুপ দিতে সম্পূর্ণরুপে ব্যর্থ হয়। প্রত্যেক কামনা করে বিয়ের পূর্বে কসম খেয়ে খেয়ে যে সকল প্রতিশ্র“তি গুলো দেওয়া হয়েছে সে প্রতিশ্র“তিগুলোর বাস্তবায়ন ঘটুক। আর বিয়ের পূর্বের সেই আচরনটা বিয়ের পরও বহাল থাকুক। কিন্তু স্বপ্ন আর বাস্তবতাতো কখনো এক নয়। বিয়ের পর পুরুষ উপার্জনের অন্বেষনে আর নারী ঘরোয়া কাজে ব্যাস্ত থাকার দরুন । কারো দ্বারাই কারো প্রতিশ্র“তি পূরন সম্ভব হয় না।
Source: Jahid Sohagh

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ