Header Ads Widget

Hadi24.com - আপনার হারনো বা প্রাপ্তির সংবাদ -জানান বা জানুন
BDData.org - বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক সংবাদ ও তথ্য

মুসলমানদের হারানো সম্রাজ্য | Muslim's Lost Empires

 

মুসলমানদের হারানো সম্রাজ্যঃ তাদের মন যা এখনো ফেরৎ চায়

চিত্রঃ মুসলমানদের হারানো সম্রাজ্যের মানচিত্র| Lost Empires of Muslims 

১) তাতারস্তান

২) পারস্য

শিয়া সাভাবীরা এই সম্রাজ্যকে দখল করে। এবং জোড় পূর্বক এর অধিবাসীদের শিয়া ধর্মে ধর্মান্তরিত করে। অবশ্য পূর্ব থেকেই পারস্যবাসী অনেকেই নাম মাত্র মুসলিম ছিল। তারা তাদের হাজার বছরের পুড়নো সম্রাটদেরই মনে মনে পূজা করত। আর এজন্য তারা হুসাইন রদিয়াল্লাহুকে তাদের নেতা মানে কেননা তার উসিলায় তার স্ত্রী যিনি ছিলেন পারস্য রাজকন্যা শাহর বানু তাকেই তারা মেনে আসছে।

৩) পূর্ব তুর্কিস্তান

এখন এটি চিনের দখলে। জিংজিয়ান নামে পরিচিত। অবশ্য এর কিছু অংশ তিব্বতেরও অংশ।

৪) হিন্দুস্তান


মুসলিমরাই হিন্দ বা ভারতের খণ্ড বিখন্ড জাত পাতে ভরা এই অসভ্যদের দেশকে বিখ্যাত ও ধনী এক সম্রাজ্যে রূপান্তর করে। যদিও মুঘল/মঙ্গোল ও ইরানীরা এসে শিয়া রাজত্ব কায়েম করে এবং ইসলাম ও মুসলিমদের ব্যাপক ক্ষতি সাধন করে। এমনকি ব্যাপক বিলাসিতা, ইসলাম প্রচারে বাধা, মূল ধারার মুসলিম তুর্কি ও আফগানদের উপর বিধর্মীদের মত ট্যাক্স চালু তাদের ও ইসলামী হুকুমতকে ধ্বংস করে দেয়।

৫) আরাকান

নিজেদের মুসলিম বাংলা ভাষী পরিচয় ছেড়ে দিয়ে বার্মিজ হতে গিয়ে এরা মূল ধারা থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে বিধর্মী মগদের রোষানলে পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে আজ। তবে আশা করা যায় এরাও নিজেদের সম্রাজ্য ফিরে পাবে।

৬) আন্দালুস

ব্যাপক বিলাসিতা, মদ, অশ্লীলতা, বিধর্মী আচার, আরব ও খিলাফতের প্রতি বিদ্বেষ ও নাসারা প্রীতি এই সম্রাজ্যের ধ্বংসের মূল কারণ। মাগরীবি/মরোক্কান/বারবারদের ইসলাম মুখী মনোভাব অচিরেই এদেশ ফিরিয়ে আনবে হয়ত।

৭) হাবশা

আরবদের অহংকার, হাবশাবাসীদের জোড় পূর্বক দাস বানানো, দাওয়াতের অভাবে এই দেশগুলো হারিয়ে যায়। আর উপনিবেশ/ কলোনিয়ালদের ধর্মান্তকরন বিরাট ভূমিকা পালন করে হাতছাড়া হওয়ার পিছনে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ