নানা জাতের কবুতর



জাত/ধরন/Breeds

জাত বা ধরন গুলো কোন নির্দিষ্ট কিছু নয়। বিভিন্ন রং, বৈশিষ্ট্য, গুণাগুণ, চোখ ইত্যাদি এর উপর ভিত্তি করে নামকরণ বা জাত ঠিক করা হয়। এছাড়া ক্রস ব্রিডিং -এর মাধ্যমেও নতুন জাত তৈরি হয়ে থাকে। সচরাচর লভ্য জাতগুলো হলোঃ
  • হোমার (উড়াল প্রতিযোগিতায় ব্যবহার হয়)- হোমিং পিজিয়ন থেকে
  • গোলা (দেশী কবুতর)
  • লাক্ষা (সৌখিন, লেজগুলো দেখতে ময়ুরের মত ছড়ানো) - ভারত থেকে এসেছে
  • সিরাজী (সৌখিন ) - লাহোর নামে পাওয়া যায়
  • গিরিবাজ - (উড়ানোর জন্য বিখ্যাত)
  • কাগজি (সমস্ত শরীর সাদা কিন্তু সমস্ত চোখ কালো)
  • চিলা
  • গোররা (শরীর সাদা কালো মিশ্রণ, যেমন মাথা সাদা, পিঠ কালো, ডানা সাদা)
  • চুইনা (সমস্ত শরীর সাদা কিন্তু সমস্ত চোখ কালো নয়)
  • রান্ট
  • প্রিন্স
  • পটার (গলার নিচটা ফুটবলের মতো)
  • ফ্রিল ব্যাক
  • জ্যাকোবিন
  • স্ট্রেসার
  • মডেনা
  • মুসল দম (সমস্ত শরীর কালো কিন্তু দম বা লেজ গুলো সাদা)
  • নোটন (মাটিতে ডিগবাজি দেয়)
  • কিং

জেকোবিন/JACOBIN PIGEON

White Jacobin/সাদা জেকোবিন

জেকোবিন দুনিয়ার একটি অতি পুরানো ঘরে পালার কবুতরের জাত। অরিজিন এশিয়া/ভারত/ রাশিয়া। 
 
অরিজিনঃ  এশিয়া, সাইপ্রাস
জাতঃ         JACOBIN
প্রাপ্তিস্থানঃ  এশিয়া
দামঃ           ২-১০,০০০ টাকা
জীবনীঃ      ১০ বছর
গড়নঃ         হাল্কা, লম্বা। গলায় কেশর আছে

কাদের উপজোগীঃ অতি শোখিন

Gallery:

Jacobin-Black

Jacobin-Gray

Jacobin-MixColor

White Jacobin- Child

White Jacobin Pair
sd




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 ভিডিও

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন