কুর্মিটোলা জেনারেল হাসপাতালঃ মাত্র ১০ টাকায় উন্নতমানের চিকিৎসা সেবা, অবিশ্বাস্য হলেও সত্য

ঢাকার অভিজাত এলাকায় হোটেল রেডিসন এর ঠিক উল্টো দিকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের গা ঘেষে গড়ে উঠেছে চকচকে এক বিশাল ভবন।
এখানে মাত্র ১০ টাকায় উন্নতমানের চিকিৎসা সেবা দেয়া হয়। হাসপাতালটির নাম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। কিন্তু এ হাসপাতালটিতে রোগী আসেনা তেমন কারন এর যথাযথ প্রচারের অভাব । এখানে মাত্র ১০ টাকা ফি দিয়ে ডাক্তার দেখানো যায়। ১৫ টাকায় মেলে বিশেষজ্ঞ চিকিৎসক। ঔষধপত্র সব ফ্রি। এছাড়া কম খরচে আছে বিভিন্ন টেষ্ট এবং অপারেশন এর সুবিধা।
আমাদের চারপাশে অনেক খেটে খাওয়া মানুষ আছে তাদের কাছে এ হাসপাতালটির তথ্য পৌছে দিতে পারলে তারা উপকৃত হবে, চিকিৎসার অভাবে অসহায় গরীব মানুষ গুলো হয়ত আলোর মুখ দেখবে।
Source: http://amarbangladesh24.com/

হাসপাতালের বিবরণ 

ঢাকা মেগাসিটির উত্তরাঞ্চলে মহাখালী এলাকা হতে শুরু করে খিলক্ষেত, নিকুঞ্জ, উত্তরা, সাভার, টঙ্গী, গাজীপুর ইত্যাদি এলাকায় মেডিকেল কলেজ হাসপাতাল পর্যায়ের কোন সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান না থাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মত একটি উন্নতমানের হাসপাতালের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। উন্নততর চিকিৎসা বিজ্ঞান বিষয়ে শিক্ষাদানের লক্ষ্যে ২০০১ সালে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ স্থাপনের সময়ই এর উত্তর পার্শ্বে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৩ মে ২০১২ তারিখে উক্ত স্থানে স্থাপিত হাসপাতালটির উদ্বোধন করেন। হাসপাতালটিতে বর্তমানে বহির্বিভাগে গুরুত্বপূর্ণ সকল বিশেষায়িত বিভাগের দক্ষ চিকিৎসকগণ আগত রোগীদের উন্নত চিকিৎসাসেবা প্রদান করছেন। এখানে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকার প্যাথলোজিক্যাল টেস্ট, ইসিজি, এক্সরে, আলট্রাসনোগ্রাম, এনডোস্কোপিসহ আরও কিছু কিছু পরীক্ষা-নিরীক্ষা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সম্পন্ন করা হচ্ছে। অন্যান্য সকল হাসপাতালের ন্যায় ১০ টাকা মূল্যের টিকিট কেটে এ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ঔষধ প্রদানের ব্যবস্থা রয়েছে। সিটিস্ক্যান, এমআরআই, ইকোকার্ডিওগ্রাম, ইটিটি, এনজিওগ্রামসহ নানাবিধ উন্নততর রোগ নির্ণয়ের যন্ত্রপাতিসমূহ নিকট ভবিষ্যতে সংযোজন করা হবে। ১২ তলা বিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালটিতে শয্যা সংখ্যা ৮৪৫টি। তাছাড়া এখানে মোট ১৫ টি অত্যন্ত উন্নতমানের অপারেশন থিয়েটার, ৫২ শয্যা বিশিষ্ট আইসিইউ, ৭২ শয্যা বিশিষ্ট পোস্ট অপারেটিভ ওয়ার্ড এবং ৬টি ভিআইপি কেবিনসহ ৬০টি উন্নতমানের কেবিন রয়েছে। এই হাসপাতালটিতে একটি স্বতন্ত্র বার্ন, ট্রমা ও ক্যাজুয়ালটি সেন্টার রয়েছে যেখানে ৩টি অপারেশন থিয়েটার, ৩ শয্যা বিশিষ্ট আইসিইউ, ১০ শয্যা বিশিষ্ট পোস্ট অপারেটিভ এবং ১৭ শয্যা বিশিষ্ট হাইডিপেন্ডেন্সি ইডনিট রয়েছে যার মাধ্যমে মুমূর্ষু রোগীদের দ্রুততার সাথে একই স্থানে প্রয়োজনীয় সকল প্রকার উন্নততর চিকিৎসা প্রদান সম্ভব হবে। দেশে এটিই এ ধরনের প্রথম চিকিৎসা কেন্দ্র। এই হাসপাতালের বহির্বিভাগ ও অন্ত:বিভাগে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক সার্জারি, শিশু, গাইনী এবং অবসটেট্রিকস, আই, ইএনটি, চর্ম ও যৌনরোগ, মানসিক রোগ, ডেন্টাল, গ্যাস্ট্রোএন্টারলোজি, ইউরোলোজি, নেফ্রোলোজি, নিউরো মেডিসিন, নিউরো সার্জারি বিভাগ রয়েছে। ভবিষ্যতে হাসপাতালটিতে চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য শাখাও খোলার পরিকল্পনা রয়েছে। এ হাসপাতালে রোগীদের ব্যবহারের জন্য ১২টি লিফট রয়েছে। মডার্ণ লন্ড্রী ও কুক হাউজের ব্যবস্থা থাকায় রোগীদেরকে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও বস্ত্রাদি সরবরাহ করা সম্ভব হবে। এখানে ২০০০ কেভি ক্ষমতা সম্পন্ন নিজস্ব জেনারেটর, ১ লক্ষ গ্যালন পানি ধারণক্ষম রিজার্ভ ট্যাংক ও ডিপ টিউবওয়েল, প্রয়োজনীয় স্থানসমূহে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি আধুনিক সুবিধা রয়েছে। এছাড়া ১০০ জন ইন্টার্নী চিকিৎসক ও ১০০ জন সেবিকার অবস্থানের জন্য ৬ তলা বিশিষ্ট দু’টি আলাদা ভবন রয়েছে। বেজমেন্টে একত্রে প্রায় দুইশ যানবাহন রাখার ব্যবস্থাসহ আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ব্যাংকিং ব্যবস্থা, ক্যাফেটেরিয়া, ফার্মেসির ব্যবস্থাও রাখা আছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর সড়কের পার্শ্বে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে সেনাবাহিনীর সদস্যসহ বাংলাদেশের সকল শ্রেণী ও পেশার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারী হাসপাতাল। হাসপাতাল পরিচালনার সমুদয় বাজেট ও অধিকাংশ জনবল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত হবে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের কিছু কর্মকর্তা এই হাসপাতালের সার্বিক পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকবেন।(RNews24.com এর ২৫মার্চ, ২০১৩ এর রিপোর্ট অনুযারী)

 Contact:

500 Bed Kurmitola General Hospital (Cantonment). Org Code: 10017209. At a glance; Basic Information; Ownership Info; Contact Info; Land Info; Permission/Approval Info; Facility Info; HRM ... Mobile Number, 01700000000. 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন