আজকাল কিছু লোকেরা(টিভির অনুসারীরা) বলে নামাজে হাত
বকুর উপর (গলার কাছে) বাঁধতে হবে। কিন্তু আমি মক্কার ইমাম আর এখনকার সোউদি
বাদশার কাওকেই বুকের উপর (গলার কাছে) বাঁধতে দেখি না।
সউদি বাদশারা কেও আমাদের দলীল না। এরা সাহাবীদের বংশধরও না। এরা হল নজদী।
যাদের সম্পর্কে রসুলুল্লাহ(সঃ) আমাদের অনেক বার সতর্ক করেছেন। ওয়াহাবী
মতবাদ আর জামানার বেতাদী নাসরুদ্দীন আলবেনি(য়ান) এর প্রভাবে এরা বিভিন্ন
বেদাতী কার্যক্রমে জড়িয়ে পড়ে। আর সরকারী ইমাম দের এদের বেদাতী মতবাদে
দীক্ষা দেয়। কিন্তু হক হকই। তা চাপা থাকে না। মক্কার ইমামরা প্রায় সবাই
হাম্বলী মাজহাব কে মানে। কিন্তু আমাদের আহলে হদস ভাই রা বলে সউদিতে সবাই
তাদের মত। এটা তো পুরাই জাল হাদিস। এখন কি আমরা দাওলা/আইস এর কথা মত হজ্জ
কেও বেদাত বলে বাদ দিয়ে দিব?
|
![]() |
মক্কা শরীফে বাদশা সালমান ও রাজকীয় লোকদের সালাত/নামাজ আদায়। প্রায় সবাই বুকের নীচে হাত বেঁধেছে। |
![]() |
পবিত্র কাবার ভিতর বাদশা সালমান ও মক্কার ইমাম শাইখ সুদাইসির সালাতঃ সবাই বুকের নীচে হাত বেঁধেছে। |
![]() |
পবিত্র কাবার ভিতর বাদশা সালমান ও আরেকজনের সালাতঃ সবাই বুকের নীচে হাত বেঁধেছে। |
পবিত্র কাবার ভিতর বাদশা সালমান ও মক্কার ইমাম শাইখ সুদাইসির সালাতঃ সবাই বুকের নীচে হাত বেঁধেছে ও নামাজ শেষে মুনাজাত করছে। |