Rothschild Family- রথচাইল্ড ফ্যামিলি





তারা দুনিয়ার একমাত্র Trillionaire ফ্যামিলি।

পুঁজিবাদী বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান এই পরিবারের সদস্যদের সম্মানার্থে এখন  পর্যন্ত ১৫৩টি পতঙ্গের, ৫৮টি পাখির, ১৮টি স্তন্যপায়ীর, ১৪টি উদ্ভিদ, ৩টি মাছ, ৩টি spider এবং ২টি সরীসৃপের বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে।
যেমন Ornithoptera Rothschildi (প্রজাপতি) Camelopardalis Rothschildi (জিরাফ) etc

ইহুদী ফ্যামিলি’টির সদস্যদের নামে ইসরাইলের অসংখ্য রাস্তাঘাট ও বেশ কিছু স্থানের নামকরণ করা হয়েছে।
এমন কী এন্টারটিকায় Rothschild island নামে একটা দ্বীপ পর্যন্ত তাদের আছে

২০০ বছর ধরে পুঁজিবাদী দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর পরিবার Rothschild যাদের’কে বলা হয় Red Shield
(চিত্র-১ & ২) তাদের logo


During the 19th century, the Rothschild family is believed to have possessed by far the largest private fortune in the world as well as by far the largest fortune in modern world history.

তাহলে কেন আমরা তাদের চিনি না??
নামও তো মনে হয় আজ প্রথম শুনছি!! নাকি?
আসলে আমরা তাদের চিনি। তবে একটু ভিন্ন নামে। সে সম্পর্কে নিচে বলছি।

গত ২০০ বছরের পৃথিবীর ইতিহাসে ঘটা প্রায় সব কিছুতেই ছিল তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত।
আজকের এই পুঁজিবাদী অর্থনীতি তাদেরই হাতে গড়া।

উইনস্টন চার্চিল একবার বলেছিলেন,
"The further backward you look, the further forward you can see."

সেহেতু আসুন। একটু পেছন থেকে দেখা যাক, কীভাবে একটি পরিবার step by step দুনিয়ার মোড়লে পরিণত হয়েছিল।

শুরু করা যাক, Mayer Amschel Rothschild (1744 – 1812) নামের চিত্র-৩-এর এই  জার্মান ভদ্রলোক’কে দিয়ে, যাকে বলা হয়, "Founding father of international finance,"


M.A Rothschild was ranked seventh On the Forbes magazine list of “The 20 Most Influential Businessmen of All Time"

তিনি Rothschild banking dynasty-এর Founding Father.
Which is believed to have become the wealthiest family in human history.

টাকা পয়সার কারবারের সাথে পরিচয় ঘটেছিল তার পারিবারিক সুত্রে। তার বাবা ছিলো goods-trading and currency exchange-এর ব্যবসা।
পৈত্রিক ব্যবসার হাল ধরেন M.A Rothschild, 1757 সালের দিকে।
French Revolution (১৭৮৯-১৭৯৯)-এর ফায়দালুটে- সে তার banking ব্যবসাকে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বানায়।

French বিপ্লবের সময় ব্রিটিশ সরকার Rothschild (Red Shield)-কে বিপুল অংকের টাকা দিতে থাকে।
উদ্দেশ্য, অর্থের বিনিময়ে ভাড়াটে জার্মান যোদ্ধা (mercenaries) বা গুন্ডামাস্তানদের ফ্রান্সে পাঠানো।
ফ্রেন্স বিল্পবীদের সামরিকভাবে সাহায্য করার জন্য!!

তো Red shield টাকা মারতে শুরু করে।
ধরেন, ১০ টাকা দিলে ৩ টাকা ব্যয় করতো। বাকি ৭ টাকা নিজেদের পকেটে ভরতো।
(** আরে, বাংলাদেশে সরকারি প্রোজেক্ট গুলোতে যা হয় আর কি !!! দুর্নীতি ... ) 

ব্যাংকিং-এর সাথেসাথে বিবিধ ব্যবসা বানিজ্যের ডালপালা খুলতে শুরু করে Red shield.
১০ ছেলেমেয়ে ছিল M.A Rothschild-এর।

এদের ভেতর সবচেয়ে ধূর্ত আর আলোচিত
Nathan Mayer Rothschild (1777 – 1836)-কে £20,000 মূলধন দিয়ে জার্মানি
থেকে ইংল্যান্ডে পাঠানো হয়, textile importing ব্যবসা চালু করার জন্য।
(চিত্র-4)


(£20,000, আজকের ১৮ লাখ ব্রিটিশ পাউন্ড বা বাংলাদেশের ২১ কোটি টাকার সমান)
Nathan Mayer-এর শরীরে চিরায়ত ইহুদী ব্যবসায়ী রক্ত।
ব্যবসায় সাফল্য পেতে তেমন সময় লাগে নি তার।
১৮০৪ সালে নিজেই লন্ডনে একটা ব্যাংক খুলে বসে সে।

সে হয়ে যায় ব্রিটিশ নাগরিক। শুরু করে Rothschild banking family of England

একইভাবে,
ছোটছেলে Jakob Mayer Rothschild, (1792 -1868)-কে পাঠানো হয় প্যারিসে, ১৮১১ সালে।
সেখানে সে Rothschild-এর French branch খোলে। হয়ে যায় ফ্রান্সের নাগরিক।

১৮১২, বাবা M.A Rothschild মারা গেলে
জার্মান branch এর দায়িত্ব নেন মেঝ ছেলে A.M Rothschild (1773 – 1855)

পরবর্তীতে, আরেক ছেলে Salomon Mayer Rothschild (1774 – 1855)
১৮২০ সালে অস্ট্রিয়ায়
আর আরেক ছেলে Carl Mayer Rothschild (1788 – 1855)
১৮২১ সালে ইতালিতে Rothschild house খোলেন।

Rothschild বা Red shield এভাবে multinational হয়ে যায়।
পাঁচ ভাই শুধু পাঁচটা দেশের ব্যবসায়ী শুধু নয়, সেই দেশের নাগরিকও বটে।
অর্থাৎ Red Shield হয়ে যায় Multinational Family

এ তো গেল বিস্তৃতির সময়কাল। এবার Red shield এর মহীরুহ হয়ে ওঠার ঘটনাগুলো বলি।

ফ্রেন্স বিপ্লবের ফলসরূপ ফ্রান্সের ক্ষমতায় আসেন Napoleon Bonaparte
১৮০৪ সালে।

এরপর থেকে ১৮১৫ সাল পর্যন্ত,
একটার পর একটা যুদ্ধ লেগেই থাকে গোটা ইউরোপ জুড়ে।
আর অদ্ভুত ব্যাপার হল,
এসব যুদ্ধ’কে একরকম জুয়াখেলার মত use করে Red shield, তাদের নিজেদের ভাগ্য বিনির্মাণে !

কীভাবে???
কিছু উদাহরণ দেয়া যাক।
১৮০৯ সালে বাধে ফ্রান্স আর অস্ট্রিয়ার যুদ্ধ।
এ যুদ্ধের আগে M.A Rothschild অস্ট্রিয়াকে 6,20,000 gulden দিয়েছিলো
(Gulden হল German and Dutch term for gold coin)

মাত্র একদিন পরেই
তার ছেলে A.M Rothschild ফ্রেন্স আর্মিকে 2,50,000 gulden দিলো।
বাংলা কথা হল, তারা technically both side কে আর্থিকভাবে সাপোর্ট দিল।

এতে করে, দিনশেষে যে দেশ যুদ্ধে জিতে যেত,
সে দেশ Rothschild এর প্রতি অনুগত হয়ে পড়ত।
তাকে business সুযোগ সুবিধা দিত।

আর যে দেশ হেরে যেত,
সে দেশ পড়ত Rothschild এর দীর্ঘ মেয়াদি ঋণ খপ্পরে।
কিন্তু এটা তো ভাল করেই বুঝতে পারছেন, পরাজিত শক্তির পক্ষে তাদের দেশ
টিকিয়ে রাখায় হয়ে যায় মসিবত। Rothschild এর ঋণ শোধ করবে কীভাবে??

ফল সরুপ, সমগ্র দেশটি Rothschild এর কাছে
Economically দীর্ঘ মেয়াদী ফাঁদে আটকে যেত।
রথ চাইল্ড তখন একরকম নিজে নিজে দেশটিকে টেনে তুলতো। নিজেদের মনের মত করে।

তখন ইউরোপে যুদ্ধ লেগেই থাকতো। ইউরোপের সবগুলো দেশেই তখন budget deficit ছিলো।
যার কারণে সবদেশেই লোণের দরকার পড়ত।
Rothschild bank তখন কাজ করত একালের বিশ্বব্যাংকের মত।
1806 সালের দিকে ইউরোপের প্রায় সবগুলো দেশের বাজেট করা হয়েছিল সম্ভাব্য
যুদ্ধের কথা মাথায় নিয়ে। এসময় Rothschild একাই Russia, Prussia, Austria,
France আর স্পেন’কে দিয়েছিলো
মোট ১২ million Francs.

তাদের এই যুদ্ধ যুদ্ধ খেলার experiment অনেক কাজ দিলো।
সমগ্র দুনিয়ার শেয়ার বাজারে
Rothschild এর শেয়ার কেনার ধুম পড়ে গেল।
After all, তুমি যদি Rothschild-এর শেয়ার কেনো,
তাহলে এটা নিশ্চিত যে Rothschild will not let you down…
ফলসরুপ, Rothschild ফুলে ফেপে উঠলো।
They treat the stock exchange like cold shower, quick in, quick out, or to leave the last 10% to someone else.

১৮১২ সাল। নেপোলিয়নের অপ্রতিরোধ্য আর্মি রাশিয়া আক্রমন করল।

14 টি দেশ একসাথে আক্রমন করল এক রাশিয়া’কে।
ইতিহাসে যা, Patriotic War of 1812 (24th June – 14th December) নামে পরিচিত।

And guess what??
Don’t mess with Russia
Decisive Russian victory দিয়ে নেপোলিয়নের জয়রথ থামলো। His Grand Army was badly damaged and never fully recovered.

অবশেষে, ১৮১৩ সালে Battle of Leipzig-এ হারার পর ইতিহাসের এই বিখ্যাত character
দেশ ছেঁড়ে ইতালির Elba দ্বীপে নির্বাসনে যান।
বলা বাহুল্য, এসব যুদ্ধেও বরাবরের মত sponsorship দিয়েছিল Red Shield
এবং বরাবরের মতই যা ছিল উভয় পক্ষের জন্যেই।

১৮১৫ সালে নেপোলিয়ন Elba দ্বীপ থেকে পালিয়ে ফ্রান্সে আসেন।
অভুতপূর্বভাবে, সে আবার ফ্রান্সের ক্ষমতা ফিরে পান।
Rothschild বস্তা বস্তা অর্থ ঢেলে দ্রুততম সময়ে আবার নেপোলিয়নের আর্মিকে গুছিয়ে নিতে সাহায্য করেন।
অন্যদিকে নেপোলিয়ন আবার ক্ষমতা ফিরে পাওয়াতে ইউরোপে আবার যুদ্ধের জুজু চেপে বসে।
ব্যস, এদিক থেকেও Rothschild ফায়দা লোটে।
Russia, Prussia, Britain, Austria, Sweden, Saxony, Denmark, Wurttemberg,
 Bavaria সবাই Rothschild এর কাছ থেকে অগ্রিম war debt নিয়ে তাদের মিলিটারি
 প্রস্তুত করতে শুরু করে।
১৮১৫ সালে Rothschild দেশগুলোকে মোট ৯,৭৮৯,৭৭৮ পাউন্ড load দেয়।

ব্যাপারটা এভাবে কল্পনা করুণ যে বাংলাদেশ আর ভারতে যুদ্ধ হচ্ছে।
ভারতীয় আর্মিকে Red shield এর ভারতীয় branch টাকা দিচ্ছে।
আবার বাংলাদেশ আর্মিকে Red shield এর বাংলাদেশী branch টাকা দিচ্ছে।
এখন দুদেশের একটি সরকারও তার নিজ দেশের branch কে অভিযোগ করতে পারবে না যে তোমরা কেন অন্যদেশকে টাকা দিচ্ছ!!
কারণ branch গুলো Totally independent… (অন্তত প্রকাশ্য)
সেই সাথে branch গুলো নিজ নিজ দেশের নাগরিক দিয়ে পরিচালিত... (আগেই বলেছি, আপন পাঁচ ভাই কিন্তু পাঁচ দেশের নাগরিক)

1815 সালের জুন মাস।
প্যারিস থেকে ২০০ মাইল দূরে Battle of Waterloo, বর্তমান বেলজিয়ামে ব্রিটিশ সেনার মুখোমুখি হয় নেপোলিয়ান।
এবার খেয়াল করুণ,
এদিন ব্রিটিশ stock market বা শেয়ার বাজারে আগেভাগে উপস্থিত Nathan Rothschild
ওদিকে তার ভাই Jakob একইভাবে উপস্থিত ফ্রান্সে।
দু’দেশের আর্মিতেই Rothschild agent আছে। তারা ভাল করেই আন্দাজ করতে পারে, যুদ্ধের ফলাফল কী হবে।
In fact, এই যুদ্ধে ইংল্যান্ডের জয়ের খবর ব্রিটিশ সরকার পাবার আগেই Nathan Rothschild পেয়ে যান তার agent-এর মাধ্যমে।
(** তখনকার পেক্ষাপটে খবর নিয়ে আসতো বার্তা বাহকেরা। Red shield ব্রিটিশ বার্তাবাহকদের পথে sabotage করে। এতে ইংল্যান্ডের সরকারের কাছে জয়ের খবর আসতে দেরি হয় )

তো, গোপনে Nathan Rothschild জয়ের খবর পাওয়া মাত্র এমন ভাব ধরেন যে তিনি কিছু জানেন না। উল্টা তিনি ব্রিটিশ শেয়ার বাজারে পানির দামে নিজের অংশীদারে থাকা govt. bond বিক্রি করতে শুরু করেন।
শেয়ার বাজারের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা সকলে ধারনা করে, Nathan Rothschild-এর কাছে খবর আছে, ইংল্যান্ড যুদ্ধে হেরে গেছে।

অথচ ইংল্যান্ড কিন্তু যুদ্ধে জিতেছে !!
Nathan Rothschild এর এই মিথ্যা ভয় দেখানো নাটক কাজে আসে।
ভয়ে মানুষ পাইকারি হারে তাদের অংশীদারে থাকা Govt. bond বিক্রি করতে শুরু করে।
After all, তারা ধারনা করেছে যে, ব্রিটিশরা হেরে গেছে।


ব্রিটেন হয়ত কিছুদিনের মধ্যে নেপোলিয়ান দখল করে নিতে পারে।
সেক্ষেত্রে আগেভাগে সব শেয়ার বেঁচে দিয়ে কোনমতে আল্প কিছু নিয়ে কেটে পরাই বুদ্ধিমানের কাজ হবে।

কিন্তু বিক্রি করবে কাকে??
কোন পাগল এখন শেয়ার কিনবে??

ধূর্ত Nathan Rothschild আগে থেকেই তার কিছু লোক শেয়ার বাজারে setting দিয়ে রেখেছিলেন।
যে মুহূর্তে শেয়ার বাজার fall করল, পাইকারিহারে তারা share কেনা শুরু করলেন।
( কিছুদিন আগে বাংলাদেশের শেয়ার বাজার সালমান এফ রহমান কিন্তু ভিন্ন কায়দায় লুটপাট করেছিল। আশা করি সবার মনে আছে )

ফলসরূপ, যতক্ষনে
ব্রিটিশদের কাছে waterloo জয়ের খবর পৌঁছালো, ( ৬ ঘণ্টা delayed ) ততক্ষনে শেয়ারবাজার Nathan Rothschild-এর দখলে।
দিনের আলো না নিভতেই Nathan Rothschild ইংল্যান্ডের সেরা ধনী।

একদিনের ভেতরে তার দখলে not only ‘Bond Market’ but also,Bank of England অর্থাৎ England এর central Bank (আমাদের বাংলাদেশ ব্যাংকের Equivalent)

Bank of England হল প্রথম privately owned central bank

এরপর থেকে Red shield হয়ে যায় অপ্রতিরোধ্য শক্তির নাম।
Between 1814-1914, Rothschild was the biggest bank in the world.
সবগুলো দেশের ভয়াবহ যুদ্ধ পরবর্তী situation এ Rothschild ই ভরসা।

Benjamin Disraeli তার coningsby বইতে লিখেছেন,
After the exhaustion of a war of 25 years, Europe must require capital to carry on peace. France wanted some, Austria more, Prussia a little, Russia a few millions.”

১৮১৮, এর কিছুদিন পর গ্রিসকে
Independent monarchy হিসেবে গড়ে তুলতে Red Shield অর্থ ঢালে। এমন কী, কে গ্রিসের শাসক হবে, এসবও Red shield তাদের ইচ্ছা ও পছন্দ অনুসারে নির্ধারণ করত।

Red shield-এর পলিটিক্যাল ইনফুলেন্স ছিলো সব জায়গায়।
সেইসাথে উনবিংশ (১৮০১-১৮৯৯) শতাব্দীর privatization গুলো হস্তক্ষেপ করা ছিলো তাদের অন্যতম লক্ষ।
তখন বড়বড় ইউরোপীয় রাজতন্তের রাজাবাদশাহ দের financial সাহায্য, advising, insurance সবই করত Rothschild একরকম একচেটিয়াভাবে।

আমেরিকার Niles weekly Register (1835) ম্যাগাজিন লিখা হয়,

“The Rothschild govern a Christian world. Not a cabinet moves without their advice,they stretch their hand with equal ease from Petersburg to Vienna, from Vienna to Paris, from Paris to London, from London to Washington.
Baron Rothschild, the head of the house, is the true kind of the world, the price of Judah, the Messiah so long looked for by the extraordinary people.
He holds the key of peace or war, blessing or cursing. They are the brokers and counselors of the kings of the Europe and of the republican chiefs of America. What more can they desire?? “

১৮৩৫ সালের দিক থেকেই gold, Aluminum, কপার, রুবি, এসবের যাবতীয় mining কাজে ব্যাপকভাবে invest করে Rothschild.

১৮৩৫ সালে, Red Shield acquired the rights in the Almaden quicksilver mines in Spain.
Quicksilver or mercury was vital component in the refining of gold and silver and was thus in great demand.
For a time
The Almaden concession- the biggest in the world gave the Rothschild a vital world monopoly.
১৮৭৩ সালে,
Rothschild became the shareholders in Rio Tinto, Europe’s largest source of copper, had belonged to the Spanish government since ore had first been discovered in the area.

ইউরোপে ১৮৭৫ সালের দিকে যখন অন্তঃদেশীয় রেল নেটওয়ার্ক establish করা হয় Rothschild অর্থায়নে।

১৮৭৫ সালে
(Nathan Rothschild and sons) raised the funding for the British government to acquire a major interest in the Suez canal.
The 1875 deal, one of the bank’s most celebrated transactions, was achieved by Lionel de Rothschild.
It was vital for the British interest in the area and allowed prime minister Disraeli to declare, famously, to the Queen Victoria, ‘you have it, Madam’.

In 1886, french Rothschild bank, de Rothschild freres, began to develop substantial interests in the Russian oil fields.
the bank formed the caspian and black sea petroleum company, which rapidly became the region’s second largest oil producer.

In 1887, Rothschild finance the establishment of ‘de beers’ de beers consolidated was formed by the amalgamation of the kimberley diamond mines in south africa.

অর্থাৎ, ১৯০০ সালের শুরুর দিকে,
Rothschild literally 1/3 world wealth, 1/3 art works and jewels, 1/3 art real state নিয়ন্ত্রন করে।
capitalism কাহাকে বলে, কীভাবে তার ১০০% ফায়দা নিতে হয়, eta Rothschild দেখিয়ে দেয়।
After all, আজকের modern banking system মুলত তাদেরই চিন্তা চেতনার ফসল।

আমেরিকাতে Rothschild এর প্রভাব ছিল সুদুরপ্রসারী। অনেক বিস্তৃত। আমেরিকার গৃহযুদ্ধে (১৮৬১-৬৫) বরাবরের মতই তারা sponsor দিয়েছিলো

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারশন তাদের মাজা ভেঙ্গে দিলেও ঠিকই তারা সময়ের অপেক্ষায় থাকে।
আমেরিকার হর্তাকর্তা JP Morgan (Rothschild-দের মতই financer) বা Rockefeller (আমেরিকার তেলগ্যাস ব্যবসার কান্ডারি)-দের পার্টনার হিসেবে Rothschild কাজ করত।
JP Morgan-এর মত লোক রীতিমত Godfather তুল্য সম্মান করতেন Rothschild-দের।

এদেরকে সাথে নিয়েই গড়ে ওঠে ফ্রি মেসন, মেসন, ইলুমিনাটি, secret society, বিল্ডারবার্গ।
শুরু হয় তাদের ম্যাসোনিক cult....

বিংশ শতাব্দীতে তাদের কর্মকান্ডে ব্যাপক পরিবর্তন আসে।

Rothschild হঠাত পর্দার আড়ালে চলে যেতে শুরু করে, without any visible reasons...

সেইসাথে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রন করার কিছু নতুন formula বাস্তবে রুপ দিতে উদ্যোগ নেয়।
এভাবেই আসে Federal Reserve bank
ব্রিটেনের Bank of England
বা ফ্রান্সের Central bank এর আদলে গড়া মার্কিন Central Bank.
যা হবে, Private মালিকানায়।
needless to say, Rothschild was looking for absolute domination in the Note or Currency issue.

১৯১৩ সাল থেকে ফেডারেল রিজার্ভ দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রনে নেয়। এরাই private মালিকানায় Dollar বানায়।

হা, ডলার একটা private property মার্কিন সরকারে নিয়ন্ত্রনের বাইরে। .

ডারেল রিজার্ভের অন্যতম হর্তাকর্তা এখনো Red Shield, Federal Reserve এর mastermind, Paul Warburg ছিলেন Red shield secret agent.

বর্তমানকালে সমগ্র দুনিয়ার সব central bank গুলো নিয়ন্ত্রন করে BIS (The Bank for International Settlements)
(এই mechanism নিয়ে পরে একটা পোস্টই লিখবো) এটারও অন্যতম নীতি নির্ধারক বা হর্তাকর্তা RED SHIELD

আবার পেছনে ফিরি।
তো, এতকিছু করতে গিয়ে Rothschild মানুষের শত্রুতে পরিনত হয়।

সমগ্র ইউরোপে তখন বাসা বেধেছে anti-Semitism, বা ইহুদী বিদ্বেষবাদ।
তখন প্রায় সব দেশেগুলোর অর্থনীতিই কোনো না কোনো ভাবে ইহুদীর দখলে ছিল।

যারা হিটলারে লিখা ‘মাইন ক্যাফ’ বইটি পড়েছেন, তারা হয়ত সেই সময়ের Anti-Semitist মানুষগুলোর চিন্তা চেতনার ব্যাপারে কিছুটা জানতে পারবেন।

আসল কথা হল, আমজনতা কখনো জমিদার বা মোড়ল জাতীয় মানুষদের পছন্দ করে না।
তা সে যত দয়ালু জমিদারই হোক না কেন। এটাই reality ...

Rothschild এর মাথা ব্যথার কারণ হয়ে আসে রুশ বিপ্লব।
লেনিনের কম্যুনিস্ট রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। সম্পূর্ণ anti-capitalism ব্যবস্থা। যেখানে Rothschild দের ধান্দার সুযোগ কম।

অবাক হবেন হয়ত, হিটলারের Nazi উত্থানের শুরুর দিকে অন্যতম sponsor ছিল Red Shield.
যদিও তারা Jews ছিল।

তারা ধারনা করেছিলো, কম্যুনিস্ট রাশিয়া’কে শায়েস্তা করতে হিটলারে মত ডাণ্ডা মেরে ঠাণ্ডা করা লোক লাগবে।

হিটলার Anti-Semitist হলেও সেটা হয়ত সহজেই ম্যানেজেবল।
কিন্তু ঘটে উল্টোটা।
সমগ্র বিষয়টি ব্যাকফায়ার করে। হিটলার যে পশুর মত নির্বিচারে নিরীহ মানুষ হত্যার নেশার মেতে উঠবে, এটা Rothschild কল্পনাতেও আনে নি।

যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের কোথায় পুরনবাসন করা হবে, এটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা শুরু হয়।

Madagascar, ব্রাজিলের Mato Grosso নামক স্টেটকে স্বাধীন করে ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠা, অথবা সুদান,
কেনিয়া, northern Rhodesia (জিম্বাবুয়ে), গায়ানা, সবগুলোই টেবিলে ছিল। কারণ এসব জায়গায় ব্রিটিশ সম্রাজ্য ইহুদীদের afford করার সামর্থ রাখতো।

যাই হোক, Rothschild এর হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্যালেস্টাইনকে বেছে নেয়া হয়।
কারণ, এখনকার ইসরাইল বা প্যালেস্টাইন ছিল ব্রিটিশদের দখলে।
এ জায়গা দেয়া তাদের জন্য তেমন কঠিন ছিল না। একটা কলমের সিগ্নেচারের ব্যাপার।

এতোক্ষন এতবড় পোস্ট পড়ে আপনার প্রথম প্রশ্ন জাগতে পারে,
পৃথিবীর ধনীদের লিস্টে তো Rothschild এর নাম শুনি নি??


এ নাম তো জীবনে আজ প্রথম শুনলাম।

এ ব্যাপারেই অবশিষ্ট কথাগুলো বলি।
যেনে কেবলই অবাক হবেন যে আজ পর্যন্ত Rothschild ফ্যামিলির সম্পদের অডিট হয় নি।

কোনো Rothschild এর সম্পত্তির হিসাব করা হয় নি।
ওই যে বললাম, তাদের সম্পত্তির কোনো সত্যিকারের হিসাব নেই।

কেন নেই??

অনেক কারণেই নেই।
এর একটা হল, তারা food chain এর সবার উপরে। তাদের উপরে অন্তত পুঁজিবাদী বিশ্বে আর কেউ নেই।
দ্বিতীয়ত, বা সবচেয়ে বড় কারণ,
তারা তাদের সম্পত্তির প্রায় সবই রেখেছে Gold হিসেবে। দুনিয়ার প্রতিটি উন্নত দেশে rothschild house আছে। যাতে আছে তাদের Gold vault.

কেন করেছে এমন??

ধরুন, আগামীকাল বাংলাদেশ আমেরিকা দখল করে নিল।
( কথার কথা, আর কী !!)

তো, বাংলাদেশ আমেরিকা দখল করে প্রথমেই যে ঘোষণা দেবে, তা হল আমেরিকার Fiat money আর Representative money বাতিল।
অর্থাৎ ডলারে কোনো মুল্য নেই।
ভালো হয় তখন ডলার গুলোকে চুলোয় জ্বালিয়ে ভাত রান্না করুণ।

অতঃপর সুলতান মাহমুদ যেভাবে ১৭ বার সোমনাথ মন্দির আক্রমন করে Gold লুটপাট করেছিলেন, বাংলাদেশ তেমনি আমেরিকার মজুদ Gold লুটপাট করবে।
ফলসরূপ, ব্যেচারা বিল গেইটস আর ওয়ারেন বাফেট রাস্তার ভিক্ষারি হয়ে যাবে!
কিন্তু কোনো ভাবেই আপনি commodity money নষ্ট করতে পারবেন না। অর্থাৎ GOLD

গোল্ড নিয়ে যেখানেই যাবেন, সেখানেই তার দাম আছে। এর intrinsic ভ্যালু কখনো নষ্ট হবে না।
অর্থাৎ, আপনি ফকির হবেন না।

ইরাক দখল হবার পর ইরাকীরা কীভাবে সাদ্দামের ছবিওয়ালা ইরাকী নোট রাস্তার দাড়িয়ে আগুনে পুড়িয়েছিল, সেটা নিশ্চয় সবার মনে আছে।
কারণ ইরাকী দিনার তখন আর কোনো ভ্যালু ছিল না। ওসব তখন কেবলই কাগজ...

এসব কারনেই দেখবেন, তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল দেশের বড়বড় ব্যবসায়ীরা তাদের টাকা পয়সা বিদেশী ব্যাংকে রাখে। কারণ নিরাপত্তা বেশি থাকে।

একজন ইরাকি ধনুকুব নিশ্চয় তার টাকা পয়সা ইরাকী ব্যাংকের চেয়ে সুইস বা মার্কিন ব্যাংকে রাখার ইচ্ছা বেশি পোষণ করবেন।
কারণ, সেখানে নিরাপত্তা বেশি।

যেমন ইরানের প্রতি আমেরিকার রাগের অনেকগুলো কারনের অন্যতম হল, ইরান তেলের  যত deal করে, সবগুলো করে GOLD দিয়ে। অর্থাৎ, তেলের বিনিময়ে GOLD, not dollar ঠিক rothschild style এ... .

এভাবে কল্পনাকরুণ, Rothschild বা JP Morgan হল বিশাল জমিদার। তাদের আন্ডারে অজস্র কৃষক কাজ করে।
কারো জমিতে ফসল বেশি হয়, কারো কম হয়। বিল গেইটস নামক কৃষকের জমিতে ফসল সবচেয়ে বেশি ফলেছে।
তো একদিন বন্যায় সব কৃষকের ফসল নষ্ট হয়ে গেল।
সবাই পথে বসে গেল।

কিন্তু জমিদার??

তার তো সম্পত্তি আছেই...

জমি... আবাদি জমি...জমিদারের সাময়িক ক্ষতি হলেও, দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হবে না।

ব্যাপারটা আশা করি, কিছুটা হলেও বুঝাতে পারলাম... এখানে জমিটা হল capitalism system.

প্রশ্ন করতে পারেন, বিল গেইটস কেন Rothschild হতে পারবে না।
উত্তর, কারণ বিল গেইটস বা বাফেট Rothschild বা JP Morgan দের মত মানুষের তৈরি সিস্টেমের খেলোয়াড়। আর Rothschild হল সিস্টেম।

সিস্টেমের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা তারই আছে যে সিস্টেম পরিচালনা করে।
আশা করি, বুঝেছেন।
অনেকটা ফুটবল টিমের ম্যানেজার আর বেস্ট প্লেয়ারের মধ্যে থাকা সম্পর্কের মত।

হঠাতই, for some unknown reason, Rothschild ফ্যামিলি এখন এতটাই আড়ালে চলে গেছে যে তাদের সম্পর্কে একালের মানুষ তেমন একটা কিছু জানে না।
যা জানে, কেবলই তাদের গড়া মেসন, ফ্রি মেসন, ইলুমিনাটি, secret society নিয়ে...

তারা এখন কেবলই পর্দার আড়ালে থাকা কিছু মানুষজন যারা পুঁজিবাদী দুনিয়ার হর্তাকর্তা।

Conventional business man যে কোনো কিছু নিয়ে একা সিন্ধান্ত নেয়। এখানে আসে ফ্যামিলি ব্যবসার পার্থক্য।
এখানে বড় বড় ব্যবসায় সিদ্ধান্ত নিতে secret meeting বসায়।

Unlike modern multinational however, This is always a family firm, with executive decision making is strictly monopolized by the partners.
-------------------------------------Heinrich Heine

Rothschild don’t need money. Dollar, pound, euro whatever…Because they are THE MONEY.

বর্তমানে House of Rothschild এর head হলেন,
ইংল্যান্ডের নাগরিক Lord, Sir Evelyn Rothschild. (চিত্র-৫)


( তার উইকি পেজে গিয়ে দেখবেন, তার সম্পত্তির কিছুই লিখা নেই। যেটা খুবই স্বাভাবিক )

Rothschild Family wiki তে অন্য সকল তথ্য পেলেও তাদের সম্পত্তির হিসাব পাবেন না।
ডজন খানের উপরে বাড়িঘরের ছবি দেখতে পাবেন,
যেগুলো আপনার চোখ ধাঁদিয়ে দেবে।
মজা করে বলা হয়,
ইউরোপের কোনো উন্নত দেশে গিয়ে যদি সবচেয়ে সুন্দর বাড়ি আবিষ্কার করেন,
আর তার মালিকের পরিচয় যদি সঠিকভাবে বের করতে না পারেন,
তাহলে চোখ বুঝে ধরে নিন, সেটা Rothschild ফ্যামিলির।

চিত্রে দেখছেন বেশকিছু রথচাইল্ড ফ্যামিলি প্রোপার্ট্রি।



Sir Lord Evelyn Rothschild-কে মাঝে মাঝে BBC তে দেখা যায়।
বিভিন্ন ইস্যুতে তার সাথে কথা বলে সাংবাদিকরা।
এই যেমন, চীনের অমুক সমস্যা, তমুক সমস্যা, আপনি কী করবেন??
কোথায় invest করবেন??
জাপানের শেয়ার বাজার ফল করছে। জাপানের ২00% debt.
আপনি কী করতে পারেন??


Rothschild ফ্যামিলি এখন এত বড় হয়ে গেছে যে সমগ্র ইউরোপ আমেরিকা জুড়ে তাদের by born citizen ভরা।

ছবিতে দুইজন মানুষ।
একজনকে সবাই চেনেন। নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন।
সাথে তার স্ত্রী।
নামঃ Emma Georgina Rothschild

তিনি Rothschild ফ্যামিলির বর্তমান জেনারেশনের অসংখ্য সদস্যের ভেতর একজন। বাবা Lord Victor Rothschild.

She is a member of the Rothschild banking family of England and is a
trustee of the Rothschild Archive, the international centre in London
for research into the history of the Rothschild family.

At the age of 15, she became the youngest woman ever admitted to Oxford
University, from which she graduated with a BA in Philosophy, Politics
and Economics in 1967.
She was a Kennedy Scholar in Economics at the Massachusetts Institute of Technology (MIT).

বড়বড় লোকদের উঠাবসা বড়বড় লোকেদের সাথেই হয়।
লিংক মেন্টেন করাটা অনেক গুরুত্বপুর্ন। সেটা যেভাবেই হোক।
ডঃ সেন যে অনেক ক্ষমতাধর, সেটা বোঝা যাচ্ছে। যতটা ক্ষমতাধর মনে করা হয়, তার চেয়ে অনেক বেশি। তার হাত অনেক লম্বা।

২০০০ সালের ৩০শে নভেম্বর,
স্যার Evelyn Rothschild তৃতীয় বারের মত বিয়ে করেন।
মার্কিন সরকারে অনুরোধে,বিশেষ অনুরোধে, তাদের honeymoon হয় কোথায় জানেন??
White house –এ


অনেক জোরাজোরির পর Sir Evelyn Rothschild রাজি হয়েছিলেন। white house এ বাসররাত কাটাতে

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন