পুরুষের মাহরাম:
ইসলামী শরিয়াহ মোতাবেক একজন পুরুষ মোট ১৪ জন নারীর সাথে দেখা করতেপারবে।
_______________
মায়ের মত ৫ জন
_______________
১| নিজের মা
২| দুধ মা
৩| খালা
৪| ফুফু
৫| শাশুড়ী
__________________ ২| দুধ মা
৩| খালা
৪| ফুফু
৫| শাশুড়ী
বোনের মত ৫ জন
__________________
১| আপন বোন
২| দুধ বোন
৩| দাদী
৪| নানী
৫| নাতনী
________________
মেয়ের মত ৪ জন
________________
১| নিজের মেয়ে
২| ভাইয়ের মেয়ে
৩|বোনের মেয়ে
৪| পুত্রবধু
-------------------------------
মহিলাদের মাহরামঃ
এমনিভাবে একজন মহিলার জন্যেও ১৪ জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ।_______________
বাবার মত ৫ জন
_____________________
১| নিজের বাবা ২| দুধ বাবা
৩| চাচা
৪| মামা
৫| শশুর
_________________
ভাইয়ের মত ৫ জন
_________________
১| আপন ভাই
২| দুধ ভাই
৩| দাদা ভাই
৪| নানা ভাই
৫| নাতী
_______________
ছেলের মত ৪জন
_______________
১| নিজের ছেলে
২| ভাইয়ের ছেলে
৩|বোনের ছেলে
৪| মেয়ের জামাতা
______________________________
এছাড়া বাকিদের সাথে বিনা প্রয়োজনে বা কারণ ছাড়া দেখা সাক্ষাৎ ও কথা বার্তা নিষেধ। তবে শরীয়ত সম্মত পন্থায় পর্দার সহিত প্রকাশ্যে কথা বার্তা হতে পারে। তবে সফর (৮০কিমিঃ এর অধিক দীর্ঘ যাত্রা) হতে পারবে না।
Tags
ইলম-মাসালা