মাহরাম কারা ও কাদের সাথে পর্দা জরুরী?


পুরুষের মাহরাম: 

ইসলামী শরিয়াহ মোতাবেক একজন পুরুষ মোট ১৪ জন নারীর সাথে দেখা করতে 
পারবে। 
_______________ 

মায়ের মত ৫ জন 

_______________ 
১| নিজের মা
২| দুধ মা
৩| খালা
৪| ফুফু
৫| শাশুড়ী 
__________________ 
বোনের মত ৫ জন 
__________________ 
১| আপন বোন 
২| দুধ বোন 
৩| দাদী 
৪| নানী 
৫| নাতনী 
________________ 
মেয়ের মত ৪ জন 
________________ 
১| নিজের মেয়ে 
২| ভাইয়ের মেয়ে 
৩|বোনের মেয়ে 
৪| পুত্রবধু 
------------------------------- 

মহিলাদের মাহরামঃ 

এমনিভাবে একজন মহিলার জন্যেও ১৪ জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ। 

_______________ 

বাবার মত ৫ জন 
_____________________

১| নিজের বাবা 
২| দুধ বাবা 
৩| চাচা 
৪| মামা 
৫| শশুর 
_________________ 
ভাইয়ের মত ৫ জন 
_________________ 
১| আপন ভাই 
২| দুধ ভাই 
৩| দাদা ভাই 
৪| নানা ভাই 
৫| নাতী 
_______________ 
ছেলের মত ৪জন 
_______________ 
১| নিজের ছেলে 
২| ভাইয়ের ছেলে 
৩|বোনের ছেলে 
৪| মেয়ের জামাতা 
______________________________ 
এছাড়া বাকিদের সাথে বিনা প্রয়োজনে বা কারণ ছাড়া দেখা সাক্ষাৎ ও কথা বার্তা নিষেধ। তবে শরীয়ত সম্মত পন্থায় পর্দার সহিত প্রকাশ্যে কথা বার্তা হতে পারে। তবে সফর (৮০কিমিঃ এর অধিক দীর্ঘ যাত্রা) হতে পারবে না। 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন