ইংলিশ মিডিয়াম এর ইংরেজি বনাম বাংলা মিডিয়াম এর ইংরেজি

O Level's English Vs SSC's English

Syllabus-এর পার্থক্য

Bangla medium ও English medium syllabus-এর পার্থক্য দেখলেই উত্তর পেয়ে যাবেন।
শুরুতেই আসুন 2022 সালের SSC সমমানের English medium-এর O-level syllabus দেখিঃ

Cambridge O Leve

English Language | Total 100 MarksEnglish Language | Total 200 Marks


Paper 1: Writing

1st Paper: Reading, Writing

1 hour 30 min; Full Marks: 50 (Total 60 converted to 50%)Time: 3 hours; Full Marks: 100
Reading: 50; Writing: 50
Directed Writing (30 marks):
Letter, speech, report, article বা account writing থেকে যেকোনো একটি দেওয়া হয় এবং একটিরই answer লিখতে হয়।
Composition (30 marks):
৫ টি essay topic দেওয়া থাকে; যেকোনো একটি লিখতে হয়।
Reading: 50
Seen Passage 1
  • Multiple Choice (MCQ) – ০৭ নম্বর
  • Answering questions – ১০ নম্বর
Seen Passage 2
  • Gap filling without clues – ০৫ নম্বর
Unseen Passage
  • Information Transfer – ০৫ নম্বর
  • Summarizing – ১০ নম্বর
  • Matching – ০৫ নম্বর
  • Rearranging – ০৮ নম্বর

Writing: 50

  • Writing paragraph answering questions – ১০ নম্বর
  • Completing a story – ১০ নম্বর
  • Describing graphs / charts – ১০ নম্বর
  • Writing informal letters / emails – ১০ নম্বর
  • Writing dialogues – ১০ নম্বর

Paper 2: Reading

2nd Paper: Grammar, Composition

1 hour 45 min; Full Marks: 50Time: 3 hours; Full Marks: 100
(Grammar: 60; Composition: 40)

Reading for Ideas (25 marks):
একটি passage থেকে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর লিখতে হয়।
Reading for Meaning (25 marks):
একটি passage থেকে বিভিন্ন রকম প্রশ্নের উত্তর লিখতে হয়।

Grammar: 60

  • Gap filling activities with clues (prepositions, articles, parts of speech) – ০৫ নম্বর
  • Gap filling activities without clues (prepositions, articles, parts of speech) – ০৫ নম্বর
  • Substitution table – ০৫ নম্বর
  • Right forms of verbs – ০৫ নম্বর
  • Narrative style – ০৫ নম্বর
  • Changing sentences (change of voice, sentence, patterns, degrees) – ১০ নম্বর
  • Completing sentences (using conditionals, infinitive, gerund, participle) – ০৫ নম্বর
  • Use of suffix and prefix – ০৫ নম্বর
  • Tag question – ০৫ নম্বর
  • Sentence correction – ০৫ নম্বর
  • Punctuation – ০৫ নম্বর

Composition: 40

  • Writing CV with cover letter – ০৮ নম্বর
  • Writing formal letters / email – ১০ নম্বর
  • Paragraph writing by listing / narrating / comparison and contrast / cause and effect – ১০ নম্বর
  • Writing composition on personal experience and familiar topics, recent events / incidents, future plans – ১২ নম্বর

মতামতঃ

উপরে O-level syllabus-টিতে দেখুন writing ও reading ছাড়া অন্য কিছু নাই।


SSC syllabus-টিতে কত কিছু! আমরা সবাই মোটামুটি এ রকম একটা syllabus পড়ে বড় হই বা হয়েছি।
O-level syllabus-এ writing আর reading ছাড়া আর কিছু না থাকায় শিক্ষার্থীদের সবটুকু মনোযোগ থাকে writing ও reading-এর দিকে। ছোটবেলা থেকেই তারা নিজেরা লেখার অভ্যাস করে ও পড়ে বুঝার চেষ্টা করে। শিক্ষকগণও একই চেষ্টা করতে থাকেন। কখনও কোনো প্রশ্ন কমন পড়ে না বলে তারা বুঝে যায় সঠিকভাবে লিখতে না পারলে বা পড়ে না বুঝলে তারা পরীক্ষায় ভালো করবে না। ব্যাস এটুকুই !
SSC syllabus-এ অনেকগুলো item থাকার কারণে শিক্ষার্থীদের মনোযোগ বিভিন্ন দিকে যায় এবং তারা বুঝতে পারে না বা জানে না reading ও writing-এর উপর জোর না দিলে তাদের English-এর সমস্যা কখনও যাবে না।
শুধু SSC নয় আমাদের HSC syllabus-ও প্রায় একই রকম। আমাদের শিক্ষার্থীরা বুঝে পড়া বাদ দিয়ে বা নিজে লেখার চেষ্টা না করে বিভিন্ন rules মুখস্ত করতে থাকে। BCS, বিভিন্ন admission test বা চাকরির পরীক্ষায়ও চলে এই rules মুখস্তের মহড়া।
 

এবার আসুন কিছু আন্তর্জাতিক মানের test syllabus দেখিঃ

USA-এর college ও university-গুলোতে ভর্তি হওয়ার জন্য USA সহ যেকোনো দেশের শিক্ষার্থীকে SAT দিতে হয়। 

SAT-এ maths আর English থাকে। আসুন দেখি English-এর মধ্যে কী থাকেঃ

মোট প্রশ্ন থাকে ৯৬ টি; সবগুলোই MCQ; মোট সময় ১ ঘণ্টা ৫০ মিনিট; মোট score ৮০০।
আপনি জানলে অবাক হবেন এই ৯৬ টি MCQ-ই বিভিন্ন ধরনের passage থেকে করা হয়; অর্থাৎ আপনি পড়ে বুঝতে না পারলে answer করতে পারবেন না।

IELTS ও TOEFL-এ মোট চারটি করে section থাকেঃ

  1. Reading (বিভিন্ন ধরনের passage থেকে answer করতে হয়।)
  2. Writing (নিজে লেখার অভ্যাস না থাকলে লিখতে পারবেন না।)
  3. Listening
  4. Speaking

IELTS ও TOEFL language test হওয়ার কারণে listening ও speaking রাখা হয়েছে।
একজন O-level পাস করা শিক্ষার্থীর জন্য IELTS, TOEFL বা SAT কঠিন নয়, কিন্তু বাংলা medium থেকে সর্বোচ্চ degree নেওয়া অধিকাংশ শিক্ষার্থীর জন্য এগুলো কঠিন।
কারণটা খুব সাধারণ। O-level পাস করা শিক্ষার্থী আগে থেকেই reading ও writing-এ প্রচুর সময় দেওয়ার জন্য এগুলো তার কাছে সহজ হয়ে যায়।
আর বাংলা medium-এর সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষার্থী প্রচুর সময় ব্যয় করে যা শিখে এসেছে তা এখানে প্রায় অকেজো; শুরু হয় নতুন চেষ্টা।
আন্তর্জাতিক মানের English শেখার পূর্বশর্ত হল ‘পড়ে বুঝি কি না এবং নিজে লিখতে পারি কি না’। বাংলা মিডিয়াম English আমাদের এই যোগ্যতা অর্জন করাতে পারছে কি? কেউ কেউ হয়তো ব্যক্তি উদ্যোগে সফল হয়। English পড়ে বুঝতে পারলে এবং নিজে লিখতে পারলে বলাও সহজ।
আমাদের কোনো পরীক্ষার প্রশ্নের ধরনই আন্তর্জাতিক মানের কোনো পরীক্ষার প্রশ্নের ধরনের সাথে মেলে না – সমস্যা এখানেই।

প্রশ্নপত্রে কী থাকলে আমাদের শিক্ষার্থীরা English-এ দক্ষ হবে?

SSC

শুধুমাত্র reading ও writing Passage গুলো খুব বেশি কঠিন হবে না এবং বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া যেতে পারে।

HSC

শুধুমাত্র reading ও writing
Passage গুলো SSC এর চেয়ে কঠিন হবে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া যেতে পারে।

আমার প্রস্তাবিত প্রশ্নপত্র থেকে কি grammar বাদ দেওয়া হয়েছে?

অবশ্যই না। আমাদের দেশের প্রেক্ষাপটে grammar বাদ দিয়ে আপনি English শিখতে পারবেন না। তবে grammar হতে হবে practical; থাকবে background-এ; এবং ‘বুঝে পড়া’ বা পড়ে বুঝার জন্যই শিক্ষার্থীদেরকে grammar পড়তে হবে।

Practical grammar কী?

ধরুন একজন শিক্ষার্থী কোনো passage, story বা যেকোনো কিছু পড়ছে যার মধ্যে কোনো present participle বা subject-verb agreement সে বুঝতে পারছে না। তাকে কোনো grammar বই থেকে এগুলো বুঝে নিতে হবে; অর্থাৎ এগুলোর ফলে meaning কেমন হয়েছে জানতে হবে।
আলাদা করে বা প্রসঙ্গ ছাড়া কোনো শিক্ষার্থী right form of verb, appropriate preposition বা অন্য কোনো grammatical item-এর rules মুখস্ত করবে না। Grammatical item থেকে আলাদা করে কোনো প্রশ্নও করা যাবে না। কারণ, এতে শিক্ষার্থীর মনোযোগ মূল focus থেকে অন্যদিকে diverted হবে। Grammar আমাদের মূল focus না; এটা হলো পড়ে বুঝার বা ‘বুঝে পড়া’র হাতিয়ার।
Rules মুখস্ত করে শিক্ষার্থী আলাদা করে কোনো grammatical item-এর সঠিক উত্তর করতে পারে মানে এই না যে সে ওগুলো practically তার reading ও writing-এ ব্যবহার করতে পারবে।
Grammar এসেছে reading ও writing-কে সহজ করার জন্য। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে grammatical rules মুখস্ত করে এবং English পরীক্ষাগুলোতে এগুলোকে চিন্তার মূল বিষয়বস্তু করে আমরা reading ও writing-কে পর করে দিয়েছি। যার ফলে English একটা স্থায়ী সমস্যা হয়ে গিয়েছে।

 References:

  • লেখকঃ মনিরুজ্জামান সোহেল। Moniruzzaman Sohel
  • https://elsbd.com/syllabus/

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন