Header Ads Widget

Hadi24.com - আপনার হারনো বা প্রাপ্তির সংবাদ -জানান বা জানুন
BDData.org - বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক সংবাদ ও তথ্য

অনলাইনে গোল্ড কারেন্সি (Digital Gold, Gold-backed Currency বা Gold ETF) কেনার নিরাপদ উপায় [কারেন্সি পর্ব-১]

 


অনলাইনে গোল্ড কারেন্সি (Digital Gold, Gold-backed Currency বা Gold ETF) কেনার ক্ষেত্রে নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নিচে আমি ধাপে ধাপে ব্যাখ্যা করছি, আপনি কিভাবে নিরাপদে কিনতে পারেন 👇


আমি শুরুতে একটা গল্প বলি। সারা দুনিয়া করোনার সময় বিটকয়েনে উন্মাদ হয়েছে। মানুষ ডলার ফেলে বিটকয়েন কিনা শুরু করে। এর কারণ খুব কম লোকই জানে। এর কারণ বিজ্ঞ (আন্ডারওয়ার্ল্ড/জু কমিউনিটি/সত্যিকারের ইকোনমিস্ট) রা বুঝতে পারে ডলারের দিন শেষ। ডলারের উপর আর এমেরিকার কোন নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে 'জু দের কর্পোরেট ওয়ার্ল্ড'। কারণ এমেরিকার বিশাল রিজার্ভ থেকেও কয়েকগুণ বেশি ঋণ নিয়ে ফেলেছে। তাই রিজার্ভ এর মূল মালিক এখন জুদের ব্যাংক গুলা। সো ডলারের রেট এখন ওরাই নির্ধারণ করবে। আর সরকার নিজের খরচ বাঁচাতে ট্যাক্স বাড়াবে।
 
তো ডলারের রেট নিয়ে আমাদের মাথা ব্যথা কেন। আসলে আমাদের মাথা ব্যথা না। মাথা ব্যথা যারা ডলারে মিলিয়ন বা বিলিয়ন ডলার ডিপোজিট করেছে। যাদের আয়ের ৩০-৫০% ট্যাক্স দিতে হয়। যেহেতু সারা দুনিয়ার সব টাকা ডলারে থাকে। তাই এটা লুকানোর উপায় বাংলাদেশে থাকলেও পশ্চিমে নেই। তাই তারা কি চাইবে ১০০ মিলিয়ন ডলারের ৫০ মিলিয়ন চলে যাবে ভ্যাট ট্যাক্সে আর ২৫ মিলিয়ন চলে যাবে মূল্যস্ফীতির কারণে?   
 তাই এর বিকল্প দরকার। বিকল্প বিট কয়েন, যেটার উপর কারো নিয়ন্ত্রণ নেই। এখন প্রশ্ন নিয়ন্ত্রণ নেই কেন। কারণ ব্লক চেইন। 

এই বিট কয়েন পরিচালিত হয় ব্লক চেইন পদ্ধতিতে। এটা একদম ৯০% নিরাপদ। মানে যতক্ষণ এর মালিকরা চায়। 

সো সব ধনীরা এতে ইনভেস্ট করা শুরু করল। সমস্যা হল, যখন বাংলাদেশের মত আবেগীরা এটাকে লটারি বা শেয়ার বাজারের মত জুয়ার মার্কেট বানিয়ে ফেলল। এর দাম উথাল পাথাল হতে শুরু করল। এখন উপায় কি? ইনভেস্টররা টাকা কোথায় লুকাবে, তাদের জন্য এমেরিকা সহ পশ্চিমারা নিয়ে আসল গোল্ড কয়েন। টাকার মানও ঠিক থাকবে আর বিটকয়েনেও লুকাতে হবে না। এতে পশ্চিমা ব্যাংক গুলার সাময়িক লোকসান হলেও এর সার্ভিস চার্জ এত বেশি যে তারা সেটা পুষিয়ে ফেলতে পারছে। আর ওরা জানেই এই টাকা যদি আমি গোল্ডে রাখতে না দেই তবে সেটা ভূতের ব্যাংকে  বা ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েনে চলে যাবে।তাই আমরা এখানে দেখাব গোল্ড কারেন্সি কি? কিভাবে এতে জমা রাখবেন ও কতটা নিরাপদ? 
আজকে আমরা প্রথম পর্ব দিয়েই শুরু করব। শুরু হোক আমাদের "কারেন্সি পর্ব-১"

🪙 প্রথমে বুঝে নিন আপনি কী কিনতে চান?

গোল্ড কারেন্সি বলতে তিন ধরনের জিনিস বোঝায় 👇

🟡 (A) Digital Gold (e-Gold):

অনলাইন প্ল্যাটফর্মে আপনি ২৪ ক্যারেট স্বর্ণের নির্দিষ্ট পরিমাণ কেনেন।
➡️ আপনি চাইলে তা বাস্তবে (physical gold) রিডিম করতে পারেন।
➡️ এটি ভারতের MMTC-PAMP, SafeGold, Augmont ইত্যাদি কোম্পানি দেয়।
(বাংলাদেশে সরাসরি পাওয়া যায় না, কিন্তু কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিনিয়োগ করা যায়)।

🟡 (B) Gold-backed Cryptocurrency:

যেমন 👉 PAX Gold (PAXG), Tether Gold (XAUT), AurusGOLD (AWG) ইত্যাদি।
➡️ প্রতিটি টোকেনের পেছনে নির্দিষ্ট পরিমাণ আসল গোল্ড থাকে।
➡️ আপনি এটি Binance, Coinbase, KuCoin, OKX ইত্যাদি নির্ভরযোগ্য এক্সচেঞ্জে কিনতে পারেন।

🟡 (C) Gold ETF বা Gold Fund:

➡️ এটি শেয়ার মার্কেটের মতো, যেখানে আপনি গোল্ড প্রাইসের সঙ্গে যুক্ত শেয়ার বা ইউনিট কেনেন।
➡️ নিরাপদ এবং সরকার নিয়ন্ত্রিত, কিন্তু বাংলাদেশে সরাসরি অনেক ETF পাওয়া যায় না।


🔐 নিরাপদভাবে কেনার ধাপসমূহ:

✅ (১) ভেরিফাইড এক্সচেঞ্জ ব্যবহার করুন

  • শুধুমাত্র নিয়ন্ত্রিত (regulated) এক্সচেঞ্জ থেকে কিনুন। যেমন: 🌍 Binance, 🇺🇸 Coinbase, 🇸🇬 Crypto.com, 🇭🇰 OKX
  • এক্সচেঞ্জে KYC (Know Your Customer) ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

✅ (২) ওয়ালেট ও সিকিউরিটি

  • আপনার গোল্ড টোকেন বা কারেন্সি রাখার জন্য non-custodial wallet ব্যবহার করুন। উদাহরণ: Trust Wallet, Metamask, Ledger (Hardware Wallet)
  • 2FA (Two-Factor Authentication) চালু রাখুন 🔒

✅ (৩) স্ক্যাম সাইট থেকে সাবধান থাকুন ⚠️

  • "Quick profit" বা “Double your gold” অফার দিলে কখনো বিশ্বাস করবেন না।
  • সোশ্যাল মিডিয়া বা টেলিগ্রাম চ্যানেল থেকে কিনবেন না।
  • শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে যান (যেমন: https://paxos.com/paxgold/)

✅ (৪) লেনদেনের সময় আইন মেনে চলুন

  • বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশি ক্রিপ্টোকারেন্সি কেনা/বেচা এখনো আইনগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে।
  • যদি আপনি শুধু গোল্ড বিনিয়োগ বা সেভিংস হিসেবে কিনতে চান, তবে ইন্টারন্যাশনাল Digital Gold প্ল্যাটফর্ম বা ETF ফান্ড বেছে নিতে পারেন।

💡 নিরাপদ বিকল্প (বাংলাদেশি নাগরিকদের জন্য):

  1. Gold ETF বা Fund of Fund → কিছু আন্তর্জাতিক ব্রোকার যেমন eToro, Interactive Brokers এর মাধ্যমে অ্যাক্সেস করা যায়।

  2. Physical Gold Investment → স্থানীয়ভাবে ব্যাংক বা অনুমোদিত জুয়েলারি ব্র্যান্ড থেকে কিনে ডিজিটাল রিসিট বা কুপন গোল্ড নেওয়া যেতে পারে।


🧭 সারসংক্ষেপ:

ধরননিরাপত্তাআইনগত অবস্থা (বাংলাদেশে)রিস্ক লেভেল
Digital Goldখুব নিরাপদ (MMTC-PAMP, SafeGold)সীমিত (বিদেশি প্ল্যাটফর্ম)🔹 কম
Gold-backed Crypto (PAXG, XAUT)নিরাপদ (regulated)ঝুঁকিপূর্ণ (ক্রিপ্টো হিসেবে)🔸 মাঝারি
Gold ETFনিরাপদকিছু সীমাবদ্ধতা🔹 কম
অননুমোদিত ওয়েবসাইট বা অফারবেআইনি🔴 বেশি


নিচে কয়েকটি নির্ভরযোগ্য অনলাইন গোল্ড কিনার প্ল্যাটফর্মের তালিকা ও তাদের বৈশিষ্ট্য, বিশেষভাবে আপনি যেহেতু বাংলাদেশ থেকে — কীভাবে নিরাপদভাবে ব্যবহার করবেন — সে সম্পর্কিত গাইড দেওয়া হল:


🏆 নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ও তাদের বৈশিষ্ট্য

নামধরনের সেবা / ধরণবৈশিষ্ট্য ও সীমাবদ্ধতামন্তব্য
PAX Gold (PAXG)Gold-backed cryptocurrency (ERC-20)প্রতি টোকেন পেছনে শারীরিক স্বর্ণ থাকে (redeemable) paxos.comKraken ইত্যাদি এক্সচেঞ্জে সহজে কেনা যায় Kraken
Binanceবড় ক্রিপ্টো এক্সচেঞ্জসরাসরি PAXG কেনা যায় (ক্রেডিট/ডেবিট কার্ড, অন্যান্য পেমেন্ট) Binanceঅনেক দেশে স্বীকৃত, 2FA ও সিকিউরিটি অপশন থাকতে হবে
OneGoldDigital gold / vault-backedআপনি স্বর্ণের মালিক হবেন, অনলাইন ভল্টে সংরক্ষিত থাকে onegold.comউচ্চ নিরাপত্তা, খরচ ও vault শুরক্ষার বিবেচনা দরকার
Rush GoldDigital gold / gold-silverসহজ পেমেন্ট অপশন, KYC / AML মানদণ্ড মেনে চলে Rush Gold Globalবিদেশি ব্যবহারকারীর জন্য সীমাবদ্ধতা থাকতে পারে
MMTC-PAMP Digital Goldভারত-বেসড digital gold99.99% বিশুদ্ধতা, ভারতীয় ভল্টে রাখা হয় MMTC-PAMPভারতীয় নাগরিকদের জন্য প্রাধান্য; বিদেশীদের সীমাবদ্ধতা থাকতে পারে
Kinesis MoneyGold-backed digital assetsআপনি স্বর্ণের মালিক হবেন, স্টোর ও লেনদেন সুবিধা Kinesisআন্তর্জাতিক ব্যবহারকারীর জন্য কিছু সীমাবদ্ধতা থাকতে পারে

✅ নিরাপত্তা ও ব্যবহারিক গাইড (বাংলাদেশ থেকে)

নিচে ধাপে ধাপে নির্দেশিকা দেওয়া হলো — কিভাবে এগুলো ব্যবহার করবেন, খতিয়ে দেখে:

  • উপযুক্ত এক্সচেঞ্জ বাছাই করুন
    • দেশ ও আইন অনুযায়ী কাজ করে এমন প্ল্যাটফর্ম নির্বাচন করুন।
    • KYC, AML প্রক্রিয়া থাকা জরুরি।
  • ভেরিফিকেশন সম্পন্ন করুন

    • আপনার ঠিকানা, পরিচয়, পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র দিয়ে যাচাই করুন।
    • দুই-স্তরীয় সুরক্ষা (2FA) চালু রাখুন।
  • ছোট পরিমাণ দিয়ে পরীক্ষা করুন

    • শুরুতে একটি ছোট ট্রান্স্যাকশন করুন, ভুল হলে ক্ষতি সীমিত হবে।
    • প্রান্তিক ফি ও লেনদেন চার্জ দেখুন।

      নন-কাস্টডিয়াল ওয়ালেট ব্যবহার করুন

      নিজের প্রাইভেট কী নয়ন্ত্রণে রাখুন।
    • Hardware wallet (যেমন Ledger, Trezor) সবচেয়ে নিরাপদ অপশন।
  • মুদ্রা ও আইন সংশ্লিষ্ট বিষয় খতিয়ে দেখুন

    • বাংলাদেশের আইন অনুযায়ী ক্রিপ্টো / ডিজিটাল গোল্ডের ব্যবহার সীমাবদ্ধ হতে পারে।
    • বিদেশী প্ল্যাটফর্মে টাকা পাঠাতে / ফেরত পেতে ব্যাংক অংশীদার প্রয়োজন হতে পারে
  • রিডিম বা রিডিমে পার্ট দেখতে হবে

    • কিছু প্ল্যাটফর্মে আপনি স্বর্ণ বের করে নিতে পারবেন (redeem) — কিন্তু সীমাবদ্ধতা থাকতে পারে, যেমন PAXG-এ রেডিম করার জন্য নির্দিষ্ট পরিমাণ লাগতে পারে help.paxos.com+1
    • রিডিমেশন সাধারণত মাত্র কিছু বড় ভল্টে সীমাবদ্ধ থাকে।

লক্ষণীয় খরচ ও ফি সাবধান থাকুন

    • বাই/সেল প্রিমিয়াম ফি হতে পারে।
    • স্টোরেজ বা ভল্ট চার্জ থাকতে পারে।
    • ট্রান্সফার ও কাস্টডি চার্জ বিবেচনা করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ