উরাল গাড়িঃ প্রথম নামল রাস্তায়।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অটো শোতে নতুন এক গাড়ির প্রোটোটাইপ বা পরীক্ষামূলক ইউনিট দেখানো হয়েছে যা রাস্তায় চলার পাশাপাশি আকাশে ওড়ার জন্যও লাইসেন্সপ্রাপ্ত। খবর বিবিসির।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোম্পানি টেরাফুজিয়া এই গাড়ির প্রোটোটাইপের প্রদর্শনী করছে। বলা হচ্ছে, এটি পৃথিবীর প্রথম যান, যা একইসঙ্গে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) সব আদর্শ মেনে চলতে সক্ষম।

উল্লেখ্য, রাস্তায় গাড়ি চলার জন্য এনএইচটিএসএ-এর অনুমতি এবং আকাশে ওড়ার জন্য এফএএ-এর অনুমতির প্রয়োজন হয়। এই ‘উড়ুক্কু গাড়ি’ই প্রথমবারের মতো দু’টো অনুমতি একসঙ্গে পেয়েছে। এর ফলে গাড়িটিকে প্রথম ‘রাস্তার বৈধ প্লেন’ বলেছেন টেরাফুজিয়ার ভাইস প্রেসিডেন্ট অফ সেলস, ক্লিফ অ্যালেন।

বিবিসি জানিয়েছে, গাড়ি কাম প্লেন এই যানে রয়েছে দু’টি সিট, চারটি চাকা এবং দু’টি আলাদা পাখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন