ঘুমানোর সময়ে পালনীয় সুন্নাত

১. ভালোভাবে বিছানা ঝেড়ে নেয়া । -(বুখারীঃ ৬৩২০)
২. ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা । -(বুখারীঃ ৫৬২৩)
৩. শয়নের সময় দু'আ পাঠ করা (যেমনঃ 'আল্লাহুম্মা বিসমিকা আ'মুতু ওয়া আহইয়া') । -(বুখারীঃ ৬৩১৪)
৪. ডান কাৎ হয়ে শোয়া । -(বুখারীঃ ৬৩১৫)
৫. নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে অযু করে নেয়া । -(বুখারীঃ ২৮৮)
৬. সাধারণত সতর খুলা অবস্হায় না শোয়া । -(তিরমিযীঃ ২৭৬৯)
৭. বিনা কারণে উপুড় হয়ে না শোয়া । -(তিরমিযীঃ ২৭৬৮)
৮. ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা । -(তিরমিযীঃ ১৮১৩)
৯. দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া । -(মুসলিমঃ ৫৯০১)
১০. দুঃস্বপ্ন দেখলে প্রথমে বাম দিকে তিনবার থুথু ছিটা এবং "দুঃস্বপ্ন ও শয়তান থেকে -হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই" এভাবে তিনবার বলা । দুঃস্বপ্ন কাউকে না বলা । -(মুসলিমঃ ৫৯০২)

পোস্টটি শেয়ার করে সবাইকে শয়নকালে উপরের সুন্নাতসমূহ পালনের জন্য সচেতন করুন ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন