কবর (বাংলা গজল)
লেখকঃ "ইসলামিক ভিক্ষুক"
বিসমিল্লাহ্ বলিয়া আমি শুরু করলাম ভাই,
হাজার হাজার দরূদ পড়লাম সোনার মদীনায়,
সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে-
এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজির ঘর,
আপন আপন করছ যাদের তারা সবাই পর,
সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দোস্ত হে-
অনেক কিছু করিয়াছ ফিকির করিয়া,
বালাখানা, স্ত্রী, পুত্র সকলি ছাড়িয়া,
সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দোস্ত হে-
এই দুনিয়া জুড়ছে রে ভাই আনন্দেরই মেলা,
সেই মেলাতে আইসা পড়ছ কত রঙ্গের খেলা,
পশ্চিমে তাকাইয়া দেখ দুইবা যায় তর বেলা দোস্ত হে-
ডুবে যাবে জীবন রবি আসবে না আর খোঁজ,
সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর,
শূন্য খাঁচা ফেলে পাখি যাইবে অচিনপুর দোস্ত হে-
বরই পাতা গরম জলে গোসল করাইয়া,
আপন জনে দিবে সাদা কাপড় পড়াইয়া,
চারজনে লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দোস্ত হে-
দলে দলে লোকজন আসবে জানাযার লাগিয়া,
মাটির ঘরে নামাইবে জানাযা পড়াইয়া,
একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দোস্ত হে-
কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা,
দুনিয়াতে কি করেছ করিবে জিজ্ঞাসা,
সথিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দোস্ত হে-
উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই,
সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই,
যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দোস্ত হে-
এখনো তো সময় আছে হও না হুঁশিয়ার,
দমে দমে জপ রে মোর নামটি আল্লাহ্র,
এই নামের উসিলায় সেদিন হইয়া যাইবা পার দোস্ত হে-
বিসমিল্লাহ্ বলিয়া আমি শুরু করলাম ভাই,
হাজার হাজার দরূদ পড়লাম সোনার মদীনায়,
সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে-
এই দুনিয়া মিছে মায়া ধোঁকাবাজির ঘর,
আপন আপন করছ যাদের তারা সবাই পর,
সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দোস্ত হে-
অনেক কিছু করিয়াছ ফিকির করিয়া,
বালাখানা, স্ত্রী, পুত্র সকলি ছাড়িয়া,
সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দোস্ত হে-
এই দুনিয়া জুড়ছে রে ভাই আনন্দেরই মেলা,
সেই মেলাতে আইসা পড়ছ কত রঙ্গের খেলা,
পশ্চিমে তাকাইয়া দেখ দুইবা যায় তর বেলা দোস্ত হে-
ডুবে যাবে জীবন রবি আসবে না আর খোঁজ,
সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর,
শূন্য খাঁচা ফেলে পাখি যাইবে অচিনপুর দোস্ত হে-
বরই পাতা গরম জলে গোসল করাইয়া,
আপন জনে দিবে সাদা কাপড় পড়াইয়া,
চারজনে লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দোস্ত হে-
দলে দলে লোকজন আসবে জানাযার লাগিয়া,
মাটির ঘরে নামাইবে জানাযা পড়াইয়া,
একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দোস্ত হে-
কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা,
দুনিয়াতে কি করেছ করিবে জিজ্ঞাসা,
সথিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দোস্ত হে-
উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই,
সর্প এসে দংশন করবে হাদিসেতে পাই,
যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দোস্ত হে-
এখনো তো সময় আছে হও না হুঁশিয়ার,
দমে দমে জপ রে মোর নামটি আল্লাহ্র,
এই নামের উসিলায় সেদিন হইয়া যাইবা পার দোস্ত হে-