শর্টকাট ভাইরাস দূর করুন

আমরা অনেকেই ইদানিং শর্টকাট ভাইরাসের জ্বালাতনে অতিষ্ঠ। অনেকেই পোস্ট করেন এটি রিমুভের বিষয়ে। এটা আসলে কোন ভাইরাস নয়, এটা একটি "VBS Script"।

আপনাদের অনেক অনুরোধে পোষ্টটি আবারও পেজে শেয়ার করা হলো।

শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে রিমুভের জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

অনাক্রান্ত কম্পিউটারের জন্য:

১. RUN এ যান।

২. wscript.exe লিখে ENTER চাপুন।

৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।

এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।

আক্রান্ত কম্পিউটারের জন্য:

১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।

২. PROCESS ট্যাবে যান।

৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।

৪. End Process এ ক্লিক করুন।

৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।

৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।

৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।

৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।

৯. এখন RUN এ যান।

১০. wscript.exe লিখে ENTER চাপুন।

১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।

ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাস মুক্ত। এবার অন্য কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।

আক্রান্ত পেনড্রাইভের জন্য:

১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।

২. এবার cmd তে যান।

৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)

৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।

৫. কোডঃ attrib -s -h /s /d *.*

৬. ইন্টার কী চাপুন।

৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?

৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।

হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত।

(সোর্সঃ সংগ্রহ)

গুরুত্বপূর্ণ ও এক্সক্লুসিভ সব আপডেট পেতে, ইন্টারনেট এক্সপার্ট মো: নাসির উদ্দিন ভাইকে ফ্রেন্ড রিকোয়েষ্ট বা তাকে ফলো করতে পারেন।
তার আইডি লিংক: https://www.facebook.com/mdnsr

** চাইলে শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে জানাতে পারেন । ধন্যবাদ **
Like · Comment · Share

    Most Relevant
    75 people like this.
    66 shares

Jony Taohid 'attrib-s-h/s/d' code ta kaj korse na.
Like · Reply · August 16 at 9:11pm

    PC Helpline Bangladesh puro code ta likun.
    See Translation
    Like · August 17 at 5:00am

Subhasis Dey Cmd mane ki
Like · Reply · August 16 at 7:12pm

    PC Helpline Bangladesh Command Prompt
    Like · August 17 at 5:01am
    View more replies

Dalim Roy সুন্দর। অনেক জালাতন করে এই জিনিসটা।
Like · Reply · 1 · August 17 at 7:09pm
না বলা কথা wscript.exe নামে ত কোন file নাই .
Like · Reply · 1 · August 17 at 3:22pm

    মানবাশীষ চাকমা CTRL+SHIFT+ESC chaple to kono wscript.exe file ase na.
    ki korte hobe ektu janaben ki?
    Like · Reply · August 18 at 2:01pm
    View 4 more comments

    Abu Obaida
    Write a comment...

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন