ঈমানের ৭৭ টি শাখা (দলীল সহ)


১· লা ইলাহা ইল্লাল্লহ বলা। -মুসলিম শরীফঃ ১/৪৭
(পূর্ণ বিশ্বাসের সাথে 'আল্লাহ ছাড়া আর কোন ইলাহ/উপাস্য/পালনেওয়ালা/হিফাজতকারী/রিজিকদাতা নাই' এই ঘোষণা দেয়া, বলা, প্রচার ও প্রসার করা। কেননা এখানে পড়তে বলা হয় নাই বরং বলতে বা ঘোষনা দিতে/আমলি প্রয়োগের কথা বলা হয়েছে।'')
২·আল্লাহ তা‘য়ালার উপর ঈমান আনা। -সূরা হাশরঃ ২২,২৩,২৪

৩·সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তা‘য়ালা- একথার উপর বিশ্বাস করা। -সূরা বাকারাঃ ২৯

৪·ফেরেশতা সম্মন্ধে ঈমান আনায়ন করা। -সূরা নাবাঃ ৩৮

৫·আল্লাহর কিতাব সম্মন্ধে ঈমান রাখা। -সূরা ইউসূফঃ ২

৬·নবী-রাসূল আ·সম্মন্ধে ঈমান রাখা। -সূরা মুমিনঃ ৭৮

৭·আখিরাত সম্মন্ধে ঈমান রাখা। -সূরা মুমিনুনঃ ১১৫

৮·তাকদীর সম্পর্কে ঈমান রাখা। -সূরা ফুরকানঃ ২

৯·জান্নাতের উপর ঈমান রাখা। -সূরা নিসাঃ ১৩

১০·জাহান্নামের উপর ঈমান রাখা। -সূরা আ‘রাফঃ ৪১

১১·অন্তরে আল্লার প্রতি ভালোবাসা রাখা। -সূরা আলে ইমরানঃ ৩১,৩২

১২·আল্লাহ ও তাঁর রাসূলের স·সন্তুষ্টির জন্যই কারো সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা পোষণ করা।

-মাজমাউয যাওয়াইদঃ ১/৪৮৫

১৩·রাসূল স·এর প্রতি ভালোবাসা রাখা এবং তাঁর সুন্নতকে ভালোবাসা বা সেগুলোর অনুসরণ

করা। -সূরা আলে ইমরানঃ ১৩২

১৪·ইখলাস বা একনিষ্ঠভাবে ইবাদত করা। সূরা আ‘রাফঃ ২৯

১৫·গুনাহ বা আল্লাহ ও তাঁর রাসূলের স·অবাধ্যতা থেকে তওবা করা।- সূরা বাকারাঃ ১৫৯-১৬০

১৬·অন্তরে আল্লাহর ভয় রাখা। -সূরা বাকারাঃ ১৯৭

১৭·আল্লাহর রহমতের আশা করা। -সূরা যুমারঃ ৫৩

১৮·লজ্জাশীলতা বজায়ে রাখা। -মুসলিম শরীফঃ ১/৪৭

১৯·সর্বদা আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। -সূরা বাকারাঃ ১৫২

২০·অঙ্গকার রক্ষা করা। -সূরা বাণী ইস্রাঈলঃ ৩৪

২১·সবর বা ধৈর্যধারণ করা। -সূরা আছরঃ ৩

২২·তাওয়াজু বা ন্রতা অবলম্বন করা। -সূরা ফুরকানঃ ৬৩

২৩·দয়াদ্র বা স্নেহশীল ও মমতামী হওয়া। -তিরমিজী -২/১৫

২৪·তাক্বদীরের উপর সন্তষ্ট থাকা। -মুসলিম শরীফ, কিতাবুল

২৫·সকল কাজ ও ক্ষেত্রে তাওয়াক্কুল বা একমাত্র আল্লাহর উপর ভরসা করা।

-সূরা আলে ইমরানঃ ১৬০

২৬·অহংকার না করা। -মুসলিম শরীফঃ ১/৬৫

২৭·চোগলখুরী ও অযথা মনোমালিন্য বর্জন করা। -সূরা হজ্বঃ ৭৭

২৮·হাসাদ বা হিংসা বিদ্বেষ বর্জন করা। -বুখারী শরীফঃ ২/৮৯৬

২৯·ক্রোধ দমন করা। -সূরা শুরাঃ ৩৭

৩০·অন্যের অনিষ্ট সাধন ও প্রতারণা না করা। -মুসলিম শরীফঃ ১/৭০

৩১·দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া মুহাব্বত ত্যাগ করা। -বুখারী শরীফঃ ২/৯৪৯

৩২·কুরআন মাজিদ তিলাওয়াত করা। -মুসলিম শরীফঃ ১/২২০

৩৩·দীনি (ইসলামী) জ্ঞান অর্জন করা। -বুখারী শরীফঃ ১/১৬

৩৪·দীনি (ইসলামী) জ্ঞান শিক্ষা দেয়া। -ইবনে মাজাহ-১৯

৩৫·আল্লাহর কাছে প্রার্থনা করা। -তিরমিজী -২/৬৬

৩৬·আল্লাহর জিকির করা। -বুখারী শরীফঃ ২/৯৪৮

৩৭·অপ্রয়োজনীয় কথা না বলা। -সূরা শুরাঃ ৩৭

৩৮·পাক-পবিত্র ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায়ে রাখা। -তিরমিজী -২/১০৭

৩৯·সালাত (নামাজ) আদায় করা ও সামাজে প্রতিষ্ঠা করা। -সূরা মুজ্জামিলঃ ২০

৪০·যথাযথভাবে যাকাত দেয়া। -সূরা মুজ্জামিলঃ ২০

৪১·সিয়াম (রোজা) পালন করা। -সূরা বাকারাঃ ১৮৫

৪২·হজ্ব পালন করা। -সূরা আলে ইমরানঃ ৯৭

৪৩·ইতিকাফ করা। -মুসলিম শরীফঃ ১/৩৭১

৪৪·ইসলামের জন্য প্রয়োজনে হিজরত করা। -সূরা বাকারাঃ ২১৮

৪৫·জায়েজ মানত পুরা করা। -বুখারী শরীফঃ ২/৯৯১

৪৬·জায়েজ শপথ (কসম) রক্ষা করা। -সূরা মায়িদাঃ ৮৯

৪৭·কাফ্‌ফারা আদায় করা। -সূরা মায়িদাঃ ৯৫

৪৮·কুরবাণী করা। -সূরা কাউছারঃ ২

৪৯·সতর ঢাকা। -তিরমিজী -২/১০৭

৫০·মৃত্যুব্যক্তির দাফন কাফন করা। -বুখারী শরীফঃ ১/১৬৬

৫১·ঋণ পরিশোধ করা। -সূরা বাকারাঃ ২৮২

৫২·ব্যবসা-বাণিজ্যে সততা বজায়ে রাখা। -তিরমিজী -১/২৩০

৫৩·সত্য সাক্ষ্য দেয়া। -সূরা বাকারাঃ ২৮৩

৫৪·বিবাহের মাধ্যমে চরিত্র রক্ষা করা। -সূরা মু‘মীনুনঃ ৫-৬

৫৫·পরিবারের সদস্যদের হক আদায় করা। -তিরমিজী -২/১৮

৫৬·পিতা-মাতার খিদমত করা। -সূরা নিসাঃ ৩৬

৫৭·সন্তান লালন পালন করা। -সূরা তাহরীমঃ ৬

৫৮·আত্নীয়তা রক্ষা করা। -মুসলিম শরীফঃ ২/৩১৫

৫৯·মনিবের আদেশ-নিষেধ মান্য করা। -সূরা নিসাঃ ৫৯

৬০·ন্যায় বিচার করা। -সূরা মায়িদাঃ ৪২

৬১·সহীহ ইসলামী সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হওয়া ও আল্লাহর পথে জিহাদ করা। -সূরা বাকারাঃ ২৪৪

৬২·ইসলামী রাষ্ট্র প্রধানের আনুগত্ব করা। -সূরা নিসাঃ ৫৯

৬৩·দু‘পক্ষের কলহ মিটিয়ে দেয়া। -সূরা হুজরাতঃ ৯

৬৪·সৎ কাজে পরস্পর সহযোগিতা করা। -সূরা মায়িদাঃ ২

৬৫·সৎ কাজের আদেশ করা। -সূরা তাওবাঃ ৭১

৬৬·অসৎ কাজে বাধা দেয়া। -সূরা তাওবাঃ ৭১

৬৭·হদ বা ইসলামী দন্ড বিধান (রাষ্ট্রিয়ভাবে) বাস্তবায়ন করা। -ইবনে মাযাহঃ ১৮২

৬৮·ইসলামী শাসনব্যাবস্থা প্রতিষ্ঠার জন্য যথাসাধ্য চেষ্টা করা। -মুসলিম শরীফঃ ১/৫১

৬৯·আমানতদারী রক্ষা করা। -সূরা মূমীনুনঃ ৮

৭০·মানুষকে করজে হাসানা দেয়া। -সূরা হাদীদঃ ১১

৭১·পাড়া প্রতিবেশীর সাথে সদ্বব্যবহার করা। -বুখারী শরীফঃ ২/৯৫৯

৭২·অর্থ সম্পদের সদ্বব্যবহার করা। -সূরা আ‘রাফঃ ৩১

৭৩·সালামের উত্তর দেয়া। -সূরা নিসাঃ ৮৬

৭৪·হাঁচি দাতার উত্তর দেয়া। -বুখারী শরীফঃ ১/১৬৬

৭৫·কাউকে কোন প্রকার কষ্ট না দেয়া। -বুখারী শরীফঃ ১/৬

৭৬·ইসলামে অবৈধ খেলাধুলা ও হাসি ঠাট্টা না করা। -সূরা মায়িদাঃ ৯০

৭৭·রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। -মুসলিম শরীফঃ ১/৪৭

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন