লেখকঃ ওবায়দুর মাসুম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
****ট্যাক্সিক্যাব ও সিএনজি ভাড়া****
- ১) ট্যাক্সিক্যাব নীতিমালা অনুযায়ী, প্রথম দুই কিলোমিটার ৮৫ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ৩৪ টাকা এবং প্রতি দুই মিনিটের জন্য আট টাকা ৫০ পয়সা ভাড়া হবে।
- ২) ইকোনমি ট্যাক্সিক্যাবে প্রথম দুই কিলোমিটার ৫০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা করে। প্রতি দুই মিনিট ওয়েটিং টাইমের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ৩ টাকা ৭৫ পয়সা এবং ইকোনমি ক্যাবের জন্য ৩ টাকা করে নেওয়ার বিধান আছে।
- ৩) সিএনজিচালিত অটোরিকশার প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৪০ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ১২ টাকা এবং প্রতি দুই মিনিটের ওয়েটিং চার্জ ২ টাকা ধরা হয়।
- ট্যাক্সিক্যাব বা অটোরিকশায় ওয়েটিং চার্জ প্রতি দুই মিনিটের জন্য ধরা হলেও রাইড শেয়ারিংয়ে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মিনিটের জন্য আলাদা টাকা দিতে হয়। অর্থাৎ একটি ট্রিপ শেষ করতে যদি ৩০ মিনিট সময় লাগে তাহলে ৩০ মিনিটের জন্যই আলাদা টাকা ভাড়ার সঙ্গে যোগ হবে।
**** রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর ভাড়ার হারেও রয়েছে তারতম্য। মোটরসাইকেল রাইডে ****
- ৪) উবারমটোর প্রারম্ভিক ভাড়া ৩০ টাকা, পরে প্রতি কিলোমিটার ১২ টাকা এবং প্রতি মিনিট ওয়েটিং চার্জ এক টাকা।
- ৫) পাঠাওয়ে প্রারম্ভিক ভাড়া ২৫ টাকা, পরবর্তী কিলোমিটার ১২ টাকা, প্রতি মিনিট ওয়েটিং চার্জ ৫০ পয়সা। পিকমির প্রারম্ভিক ভাড়া ২৪ টাকা, পরবর্তী কিলোমিটার ১২ টাকা, প্রতি মিনিট ৫০ পয়সা এবং এগুলোর সঙ্গে রিকোয়েস্ট চার্জ ২৫ টাকা।
- ৬) ওভাইয়ের সর্বনিম্ন ভাড়া ১০০ টাকা। ওভাই প্রথম ছয় কিলোমিটার হিসাব করে এ টাকা ধার্য করে। অর্থাৎ এক কিলোমিটার গেলেও তাদেরকে ১০০ টাকাই দিতে হবে। এই সেবায় পরবর্তী কিলোমিটার ২০ টাকা, তবে কোনো ‘ওয়েটিং চার্জ’ নাই।
- ৭) প্রাইভেটকারে উবার প্রিমিয়ারে প্রারম্ভিক ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ২২ টাকা, প্রতি মিনিট ৩ টাকা; উবারএক্সে প্রারম্ভিক ভাড়া ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ১৮ টাকা এবং প্রতি মিনিট ৩ টাকা।
- ৮) পাঠাও কার রাইডে প্রারম্ভিক ভাড়া ৫০ টাকা, প্রতি কিলোমিটার ২০ টাকা এবং প্রতি মিনিটের জন্য আড়াই টাকা করে নেওয়া হয়।
- ৯) পিকমিতে আবার অন্য হিসাব। এই রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের কারে প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটার ২০ টাকা। প্রতি ২ মিনিট ওয়েটিং টাইমের জন্য ভাড়া ৬ টাকা। এতে ইউজার রিকোয়েস্ট চার্জ হিসেবে ৫০ টাকা দিতে হবে।
রাজধানীর কয়েকটি গন্তব্যে যেতে একই সময়ে চারটি রাইড শেয়ারিং সেবার অ্যাপে অনুরোধ পাঠিয়ে দেখা গেছে, একই গন্তব্যে প্রতিষ্ঠানগুলোয় ভাড়া একেক রকম।
জাতীয় প্রেসক্লাব থেকে গাবতলী বাসস্ট্যান্ডে মোটরসাইকেলে সহজ রাইডসে ১৭২ টাকা, পাঠাওয়ে ১৭৭, উবারমটোতে ১৮০, ওভাইয়ে ২০৫ এবং পিকমিতে ১৭৫ টাকা সম্ভাব্য ভাড়া আসে। এই দূরত্বে প্রাইভেটকারের ভাড়া পাঠাওয়ে কারপ্লাসে ৩৯৭, উবারএক্সে ৩৫৯, উবার প্রিমিয়ারে ৪৫০ এবং সহজ কারে ৩৬০ টাকা সম্ভাব্য ভাড়া দেখায়।
জাতীয় প্রেসক্লাব থেকে কারওয়ানবাজার, ফার্মগেট, আসাদগেট হয়ে গাবতলীর দূরত্ব সাড়ে ১০ কিলোমিটার। একই রুটের দূরত্ব হিসাব করে দেখা গেছে, ওয়েটিংয়ের সময় বাদ দিয়ে অটোরিকশায় ভাড়া আসে ১৪২ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত কারের ভাড়া ৩৭৪ টাকা। আর সাধারণ কারের ভাড়া হয় ১৮৭ দশমিক ৫ টাকা।
আনুমানিক ভাড়ার চেয়ে প্রকৃত ভাড়া অনেক সময় অস্বাভাবিক বেশি দেখায় বলে অভিযোগ করেন আইসিডিডিআর’বির কর্মকর্তা আকলিমা চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালী থেকে মিরপুর-১ নম্বর পর্যন্ত উবারে এস্টিমেটেড ভাড়া দেখিয়েছে ৫৩৬ টাকা। কিন্তু গন্তব্যে আসতে আসতে ভাড়া হয়ে গেছে ৮২৫ টাকা। আমি সেটা পরিশোধ করেছি, ছবিও তুলে রেখেছি। কিন্তু পরে ট্রিপ হিস্ট্রিতে গিয়ে দেখি তা চেঞ্জ হয়ে ৫৩৬ টাকা হয়ে গেছে।”
দিনের ব্যস্ত সময়গুলোতে গাড়ির চাহিদা বাড়লে ভাড়া বাড়িয়ে দেওয়া হয় জানিয়ে সেবাগ্রহীতা মানিক মুনতাসির বলেন, “এখন রাইড শেয়ারিংয়ে সিএনজি অটোরিকশার যন্ত্রণা শুরু হয়েছে। একই দূরত্ব অথচ ভাড়া একেক সময় একেক রকম। একটু ডিমান্ড বাড়লেই ভাড়া বাড়িয়ে দেয়।
“ইদানিং ভাড়া আরও বেড়েছে। আগে ডিসকাউন্ট ছাড়াই খিলগাঁও থেকে সাড়ে তিনশ থেকে চারশ টাকায় উত্তরা যেতাম। কিন্তু এখন ডিসকাউন্ট দেওয়ার পরও পাঁচশ টাকার কমে যেতে পারছি না।”
চাহিদা বেশি থাকলে ভাড়া বাড়িয়ে দেওয়া অন্যায় বলে মন্তব্য করেন মিরপুরের কালসী রোডের বাসিন্দা রাজিবুর রহমান।
1 মন্তব্যসমূহ
Located in 경기도 출장마사지 LAS VEGAS, RONATECAS CASINO RESORT is in 제주 출장마사지 the entertainment district. Address: 2100 South S. Las 김포 출장마사지 Vegas 목포 출장안마 Blvd. Las Vegas, NV 부천 출장마사지 89109