যে পুরষদের বিবাহ না করাই ভালঃ
১) "রুপচর্চা প্রিয়"। যারা সারাক্ষন সেজে গুজে থাকতে চায়। মেয়েদের মত নখ রাখে। সারাক্ষন ফ্যাসন সচেতন থাকে। এরা অনেক নারীর প্রিয় হলেও মেয়েলী স্বভাবের কারনে সংসার টিকে না।
২) "ভীতু"।
৩) "লোভী"। এরা বিয়ের আগেই শ্বশুর এর বিত্ত আর বউয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে খুব চিন্তিত থাকে। মাস্টার্স আর দাওরা(হুজুর হলে) পাস মেয়ে এদের বিয়ে করাই চাই। আর বিয়ের পর বউকে স্বাবলম্বী হওয়ার উপদেশ দেয়। আসলে সুনাম আর টাকাই এদের কাছে সব।
যে ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত না! ১. আন্নানা, ২. মান্নানা, ৩. হান্নানা, ৪. হাদ্দাকা, ৫. বাররাকা, ৬. শাদ্দাকা।
.
১. “আন্নানা” হলো সেই নারী যে সবসময় ‘হায় আফসোস’ ‘হায় আফসোস’ করতে থাকে। এবং অলস, ‘রোগিনী’র ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না। *
২. “মান্নানা” হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে- ‘আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।’ হেন করেছি, তেন করেছি, ইত্যাদি ইত্যাদি। ***
৩. “হান্নানা” হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে।
৪. “হাদ্দাকা” হলো সেই নারী, যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।
৫. “বাররাকা” হলো সেই নারী যে সারাদিন কেবল সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।
৬. “শাদ্দাকা” হোলো সেই নারী যে সবসময় বকবক করে।