মুসলিম শাষনের ইতিহাস



১. আল-বিদায়া ওয়ান নিহায়া

মূল লেখকঃ হাফেজ ইবনু কাছীর রাহ.। মূল ভাষাঃ আরবী।
এটি মূলত আরবীতে, তবে এর বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে। এতে নবী-রাসূল, সাহাবী, আমীর, নেতা, সুলতান ও সলেহীনদের জীবনী এবং সাধারণ ইতিহাসের পাশপাশি মুসলিম খলীফা ও সুলতানদের জীবনী ও বিভিন্ন ঘটনাও রয়েছে।
বাংলা প্রাপ্তিস্থানঃ ইসলামী ফাউন্ডেশন।

২. তারিখুল রসুল ওয়াল মুলুক 

মূল লেখকঃ মুহাম্মাদ ইবনে জারির আল-তাবারি। মূল ভাষাঃ আরবী।

৩. তারীখুল খুলাফা

মূল লেখকঃ হাফেয সুয়ূতী রাহ.। আরবী।  বাংলা প্রাপ্তিস্থানঃ মদীনা পাবলিকেশান্স

৪. তারীখে ইসলাম, শাহ মুঈনুদ্দীন আহমাদ নদভী।

৫. তারীখে সিকিল্লিয়া, সায়্যেদ রিয়াসত আলী নদবী।

৬. দাওলাতে উছমানীয়াহ, ড. মুহাম্মদ আযীয।

৭. তারীখে ইসলাম, আকবর শাহ খান নাজীরাবাদী। মূল উর্দূ। এর বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়েছে।

৮. তারীখে হিন্দ, মুফতী মুহাম্মদ ছাহেব পালনপুরী।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন