ইসলামের মৌলিক কিতাব সমূহ

সীরাত গ্রন্থঃ রসুল জীবনী

হারিয়ে যাওয়া প্রথম যুগের সীরাতগ্রন্থ প্রণেতাদের নামঃ 

  • উরওয়া ইবনে যুবায়ের রাযি. (৯২ হি.)
  • আবান ইবনে উসমান রাযি. (১০৫ হি.)
  • ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহ. (১১০ হি.)
  • শুরাহবীল ইবনে সাদ রহ. (১২৩ হি.)
  • ইবনে শিহাব যুহরী রহ. (১২৪ হি.)
  • আবদুল্লাহ ইবনে আবু বকর ইবন হাযম রহ. (১৩৫ হি.)
এঁদের রচিত গ্রন্থাবলীর প্রায় সবই কালের আবর্তে হারিয়ে গেছে। তবে সেগুলোর উদ্ধৃতিতে বিভিন্ন তথ্য সংকলিত হয়েছে পরবর্তীদের কিতাবে। এক্ষেত্রে ইমাম তাবারী রহ.-এর কিতাব ‘আত -তারীখ’ উল্লেখযোগ্য। তাতে ঐ কিতাবগুলোর বিভিন্ন তথ্য পাওয়া যায়।

শ্রেষ্ঠ সীরাতগ্রন্থ সমুহঃ 

  • সীরাতে যাহাবী বা আস-সীরাতুন নাবাবিয়্যাহ (৭০০+ হি.)। লেখকঃ মুহাম্মদ ইবনে উসমান যাহাবী (ইমাম যাহাবী রহ.)। মুলঃ এ গ্রন্থটি ৫০ খণ্ডে লেখা সুবিশাল মূল কিতাব ‘তারীখুল ইসলামঃ ওয়া ওয়া তাবাকাত ওয়া মাশাহির ওয়াল আলম’এর অংশ।
  • সীরাতে ইবন কাছির বা আল-ফুসূল ফিখতিসারি সীরাতির রাসূল (৭৫০+হি.)।  লেখকঃ ইসমাঈল ইবনে উমর ইবনে কাসীর রহ.।
  • সীরাতে ইবন হিশাম বা আস-সীরাতুন নাবাবিয়্যাহ (২০০+ হি.)। লেখকঃ আবদুল মালেক ইবনে হিশাম। অনুবাদ- বাংলা(ইফা.)।
  • যাদুল মাআদ বা যাদুল মাআদ ফী হাদই খাইরিল ইবাদ (৭০০+ হি.)। লেখকঃ মুহাম্মাদ ইবনে আবু বকর ইবনে আইয়ুব ইবনে কায়্যিমিল জাওযিয়্যা রহ.। এটির বিন্যাস হয়েছে নবীজির আমল অনুসারে, সন নয়। অনুবাদ- বাংলা, ইফা।
  • সীরাতে ইবনে ইসহাক বা আস-সিয়ারু ওয়াল মাগাযী’ (১০০+ হি.)। লেখকঃ মুহম্মাদ ইবনে ইসহাক রহ.
  • শামাইলে তিরমিযি(গুনাগুন, আচার-ব্যবহার ও দৈনন্দিন জীবন যাপন), মুহাম্মাদ ইবনে ঈসা আত-তিরমিজি (মৃত্যুঃ ৮৯২ খ্রি.) । অনুবাদ- বাংলা, মাকতাবাতুল আযহার। 

এ যুগের সীরাতগ্রন্থঃ 

  •  সীরাতে মুস্তফা, মুহাম্মদ ইদরীস কান্দলভী। অনুবাদ- বাংলা। (বইটিতে 'হায়াতুন-নাবী' নামক একটি বিতর্কিত অধ্যায় আছে)
  • আস সিরাতুন নাবাবিয়্যাহ (প্রকাশ-১৯৭৭), আবুল হাসান আলী নদভী। অনুবাদ- উর্দু (নবীয়ে রহমত)
  • আর রাহিকুল মাখতুম, সফিউর রহমান মোবারকপুরী। অনুবাদ- বাংলা ও উর্দু। 
  • হায়াতুস সাহাবাঃ রসুলুল্লাহর (সঃ) সাহাবা(রাঃ) দের আমলী, দাওয়াতী ও জিহাদী জীবন, ইউসুফ ইবন ইলইয়াস কান্দলভী (১৯৬৫)

তাফসীর

  • তাফসীর ইবনে কাসীর। (শ্রেষ্ঠ তাফসীর। উম্মুল তাফসীর।  হাদীস ও সীরাত ভিত্তিক একমাত্র তাফসীর)
  • তাফসীর আল তাবারি
  • তাফসীরে ইবনে আব্বাস
  • তাফসির আল জালালাইন

আধুনিক তাফসীর (আরবি ভাষায়)

  • মাআরিফুল কুরআন — মুফতি শফী উসমানী
  • বয়ানুল কুরআন — আশরাফ আলী থানভী
  • তাফসীরে উসমানী- মাহমুদুল হাসান (১৮৫১ - ১৯২০) ও শাব্বির আহমেদ উসমানি।

হাদিস গ্রন্থ

সিহাহ সিত্তা বা ৬টি সর্বাধিক বিশুদ্ব হাদিস গ্রন্থ

  • সহীহ বুখারীঃ আল-জামি আল-সাহীহ আল-মুসনাদ.., মুহাম্মদ আল বুখারী (মৃত্যুঃ ৮৭০ খ্রি.)। অনুবাদ- বাংলা, ইফা।
  • সহীহ মুসলিম, মুসলিম ইবন আল হাজ্জাজ (মৃত্যুঃ ৮৭৫ খ্রি.)    "
  • সহীহ ইবন মাজাহ, ইবন মাজাহ (মৃত্যুঃ ৮৭৫ খ্রি.)
  • সুনানে আবু দাউদ, আবু দাউদ (মৃত্যুঃ ৮৮৯ খ্রি.)
  • জামি আত তিরমিজি, মুহাম্মাদ ইবনে ঈসা আত-তিরমিজি (মৃত্যুঃ ৮৯২ খ্রি.)
  • সুনান আল সুগরা, নাসাই (মৃত্যুঃ ৮৭৫ খ্রি.)

অন্যান্য বিশুদ্ব হাদিস গ্রন্থ

  • আল-মুয়াত্তা, ইমাম মালিক ইবন আনাস (মৃত্যুঃ ৯৭৫ খ্রি.)
  • কিতাব উল আসর, ইমাম আবু ইউসুফ ও মুহাম্মদঃ ইমাম আবু হানিফার ছাত্রদ্বয় (মৃত্যুঃ ৮০৫ খ্রি.)
  • মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবন হাম্বল (মৃত্যু ৮৫৫ খ্রি.)
  • আল-আদব আল-মুফরাদ, মুহাম্মদ আল বুখারি (মৃত্যুঃ ৮৭০ খ্রি.)
  • মিশকাত আল-মাসাবিহ, মুহাম্মদ ইবন আব্দুল্লাহঃ খতীব আল তাবরিজ (মৃত্যুঃ ১৩৪০ খ্রি.)

ইতিহাস গ্রন্থ

  • ফুতুহ আল শাম/তারিখ ওয়াল মাগাজী, মুহাম্মদ বিন আমর আল ওয়াকিদী ও ইবন ইসহাক (৮২৩ খ্রি.)
  • তারিখে বাগদাদ, আল খতিব আল বাগদাদি (মৃত্যু ৮২৩ খ্রি.)
  • আত-তারিখুল কাবির, মুহাম্মদ আল বুখারী (মৃত্যু ৮৭০ খ্রি.)
  • তারীখুল ইসলামঃ ওয়া তাবাকাত ওয়া মাশাহির ওয়াল আলম (৫০ খন্ড), মুহাম্মদ ইবনে উসমান যাহাবী (মৃত্যু ১৩৪৮ খ্রি.)
  • আল বিদায়া ওয়াল নিহায়া, ইবন কাছির (মৃত্যু ১৩৭৩ খ্রি.) 
  • আল কামিল ফিল তারিখ(মুসলিম ও তাতারদের ইতিহাস), আলী ইবন আছির (১২০০খ্রি.)

1 মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন