নাইওর

মারি যাবে বাপের বাড়ি,
মুখে হাঁসি, রাশি রাশি। 

সঙ্গে নিবে হাঁসের ছানা,
বিড়ালেরাও ধরেছে বায়না। 

মাকড়সাদের আজ অবকাশ,
ইদুর দুটোর খোশ মেজাজ। 

টুনটুনিরা লাফিয়ে বেড়ায়,
গান শুনাবে? মারি কোথায়? 

মুরগীটা আজ চেঁচায় ভারী,
ডাব গাছের ঐ কাকটা পাজী। 

ছানাগুলোর কি হবে তায়?
মারি বলে, দেখবে খোদায়। 

ঘোমটা মুখে, মারির হাঁসি,
চোখ দুটোতে খুশি রাশি।

কবি- আবু মারইয়াম।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন