লাল গোলাপঃ ছাত্র জনতা বিপ্লবের সময় লিখা একটি কবিতা।

কবিঃ আবু মারিয়াম। (২৩-২৪ জুলাই রাতে মোবাইলে লেখা কবিতাটি পরিচিতদের মাঝে ছড়িয়ে পরে)

রাজপথ আজ, লালে লাল
লাল গোলাপে সবই লাল।

আষাঢ় ধারায়
সকল হারায়
মুছে যায়নি তবুও লাল।

শ্বাপদের চিৎকার, থেমে থেমে শুনা যায়,
হিংস্র হায়েনারা, ঘুরে ফিরে কামড়ায়।

ভয় নাই, ভয় নাই
ভেড়ারা রুখে দাড়ায়।
প্রয়োজনে প্রাণ দিবে,
দিবে নাক পিঠ টান,
খোঁয়াড়ের মেষ পাল,
শিকল ভাঙ্গার গায় গান।

রাজ পথ লালে লাল,
সাদা গোলাপেরাও রক্ত লাল।
কাশ ফুল, বাঁশ ফুল
রং হারায়ে সব লাল।

    
 ভেড়া-ভেড়িতে আজ একাকার,
 ছানা পোনা আছে বেশুমার।
নিজেরা মরেও তোদের তাড়াবে
সর্বহারাদের কে হারাবে?

হাকিমের নাকে বাধিয়া রশি
রাজ করে আজ রাবনদাসী।
না না ,তা হবে না, আর
লাগে লাগুক গলায় ফাঁসি।

যে মরে তাকে মারে কে আজ?
মড়া খেকোরা পড়বে তাজ!
না না ,তা হবে না, আর
চড়ুই খাবে এবার বাজ।

আর কত খাবি, খা খা এবার,
আজ থেকে হবে ক্ষুধিতের রাজ।

বকের দল দুরেই থাক,
দুরে থেকেই শিয়াল ডাক
পারিস যদি হাতসে লাগা,
সিংহাসনের আশা ফাকা।

স্বরাজ করবে নবীন সেনা,
পালা তোরা বেগম পাড়া।

মোবাইলে লেখা মূল কবিতাটি

enter image description here

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন