আরবি হরফে বাংলা ভাষা

 

পর্তুগিজ খ্রিস্টান আলেম ও ধর্মপ্রচারক ম্যানুয়েল দ্য আসুম্পসাও সর্বপ্রথম বাংলা ভাষার আধুনিক ব্যাকরণ লিখেন ও এর দাপ্তরিক প্রয়োগ শুরু করেন। এর আগে এটা ছিল হুগলী, সপ্তগ্রাম বা কলকাতা অঞ্চলের স্থানীয় ভাষা। একই সাথে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বাঙ্গাল রাজ্যসভা ও হিন্দুদের ধর্মীয় ভাষা যা সংস্কৃত এর সাথে মিশ্রিত হওয়ায় উদ্ভট ও অবোধ্য ছিল। সাধারণ্যে এর প্রচলন ছিল সীমিত।

বাংলা অঞ্চলে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার পূর্বে ফারসি ভাষা আর এর আগে ছিল আরবি। বাংলার ত্রাতা মুহাম্মদ বখতিয়ার (খিলজি) মাধ্যমে এ অঞ্চলে চালু হয়। আর মুঘলরা এসে ফার্সিকে নিয়ে আসে। এরও আগে ছিল সেই বাংলা+সংস্কৃত মিশ্রিত উদ্ভট ভাষা। 

পুর্তগিজ, ফরাসি ও ইংরেজ রুম বাসীরা এদেশে প্রভাব বিস্তার শুরু করলে তাদের সাহায্যে এগিয়ে আসে শিয়া মুঘল (বা পার্সি-মঙ্গোল) রাজন্যদের নিয়োগ কৃত হিন্দু জমিদাররা। আরবি সংস্কৃতি বিরোধী এই হিন্দু জমিদাররা আরবি ও ফার্সিকে বাদ দিয়ে বাংলাকে দাপ্তরিক কাজে ব্যবহার শুরু করে। এবং এজন্য তাঁরা বিজ্ঞ ব্যাকরণবিদ খ্রিস্টান আলেমদের সাহায্য নেয়।

ইংরেজ-খ্রিষ্টান রুমীদের থেকে বাংলা স্বাধীন হলে ইসলাম প্রিয় কিছু মুসলিম ভাষাবিদ পুনরায় আরবি হরফে বাংলা চালুর প্রয়াস নেন। আর আরবিকে দ্বিতীয় ভাষা হিসেবে চালু করারও প্রয়াশ চালান। এর সাথে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহও যুক্ত ছিলেন।  কিন্তু তখনকার অতি আধুনিক শিক্ষিত মুসলিম ও হিন্দু বুদ্ধিজীবীদের প্রবল বাধায় সেই চেষ্টা হারিয়ে যায়। আবেগই ছিল তাঁর মূল কারণ। 

বর্তমানে মোবাইল-মেসেজ, ফেসবুক, ইন্টারনেট ও ইমেইলে অনেকেই ইংরেজি ফন্টে বাংলা লিখছেন। আর ইংরেজি আর হিন্দি ভাষাতো পশ্চিম বাংলায় প্রধান ভাষায় রুপ নিয়েছে। 

আর শিক্ষা মাধ্যমে ভাষার অবস্থা আশংকাজনক। মাদ্রাসা গুলোয় আরবি, ফারসি, বাংলা, উর্দু ও ইংরেজি শিক্ষা দিতে গিয়ে অরাজক অবস্থা দেখা দিয়েছে। আর বাংলা মাধ্যম গুলাতে বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি শিক্ষা দিতে গিয়ে শিশুরা কোন ভাষায়ই দক্ষ হচ্ছে না। এর থেকে মুক্তি পেতে আমাদের অনেক অতি বুদ্বিমান শিক্ষাবিদরা চালু করেছেন 'বাংলা মাধ্যম ইংলিশ ভার্সন' পাঠ্যক্রম।

পূর্ব বাংলায় সর্বসাধারনে খুব প্রচলিত না হলেও অফিস, আদালত, উচ্চ শিক্ষায় ইংরেজিই প্রধান ভাষা। আর বাংলা ব্যাকরণ, বানান ও যুক্তবর্ণে দক্ষ ব্যক্তির সংখ্যা প্রতি হাজারে একজন হবে কিনা সন্দেহ। আর পশ্চিম বাংলায় বাংলাতো শুধু ঘরোয়া ব্যবহারের জন্য, বাকি সবকিছুতে হিন্দি বা ইংরেজি। আসাম, ত্রিপুরাতেও একই অবস্থা।

তাই আবেগকে এড়িয়ে আমাদের আবার আরবি/উর্দু ফন্টে বাংলা লেখার গবেষণা ও প্রজেক্ট হাতে নেয়া উচিত।
আল্লাহর ইচ্ছায় আমরা শুরু করলাম... দেখি কত দূর যাওয়া যায়। আল্লাহ আমাদের ইসলামী ভাবধারায় ফিরিয়ে নিক ও বিতর্ক আবেগ এড়ানোর তৌফিক দিক।

বিদ্রঃ অনেকে উর্দুকে ইসলামী ভাষা মনে করেন। আসলে কিন্তু এটা ফার্সি মিশ্রিত আরবি ও ফার্সি অক্ষরে হিন্দি, সংস্কৃত ও ফার্সি মিশ্রিত ভাষা।


আরবী ফন্টে বাংলাসংস্কৃত ফন্টে বাংলা
কান্ডারী হুশিয়ার!কান্ডারী হুশিয়ার! (কাজী নজরুল ইসলাম)
دورغوم غيري كانتار مورو دوستور فارابار
لونغيتي هوبي راتري نيشيتي، جتريرا هوشيار!
دوليتسي توري فوليتيسي جول، بوليتيسي ماجحي فوت
كي آسو جوان هو اغوان، حاكيتيسي بوبيشوط
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
উর্দুতে দুর্গম গিরি
دررگوم گہری، کنٹر مورو، دستور پربڑ لونغتے ہوبے راتری نشٹھے زتریرا ہوشیار!
دلٹچے توڑی، فلٹچے جول، ولٹچے مجھ پوتہ،

چرچے پل، کے دھوربے حل ، اچھے کر ہمّت؟
کے اچھو جوان ہو اگان حکیچے ووبسسوتھ.

 

আরবীতে সোনার বাংলা

 আমার সোনার বাংলা
امار شونار بانعلا امي توماي ڢالباشي
چير دين تومار اكاش تومار باتاش
امار پراني بجاي باشي
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
কান্ডারী হুশিয়ার (আরবী বর্ণমালায়)

 

আদাদাদ

 আরবি লিপি/বর্ণমাল ব্যবহৃত ভাষা সমূহঃ 

 
আরিফ বিন মুজাম্মিল ভাই এর গবেষণা

আরব বিশ্বঃ ২২ টি আরবী ভাষী দেশ (আরবী এদের সরকারী ভাষা)

  1.  আলজেরিয়া
  2. বাহরাইন
  3. কমোরোস দ্বীপপুঞ্জ
  4. জিবুতি
  5. মিশর
  6. ইরাক
  7. জর্ডান
  8. কুয়েত
  9. লিবিয়া
  10. মরক্কো
  11. মৌরিতানিয়া
  12. ওমান
  13. ফিলিস্তিন
  14. কাতার
  15. সৌদি আরব
  16. সোমালিয়া
  17. সুদান
  18. সিরিয়া
  19. তিউনিসিয়া
  20. সংযুক্ত আরব আমিরাত 
  21. ইয়েমেন।

অনারব দেশ যেগুলাতে পূর্বে আরবী বা আরবী বর্ণ ব্যাপক ভাবে ব্যবহারিত হত কিন্তু এখন বিরল

  1. আচেহ (ইন্দোনেশিয়া, ডাচদের উপনিবেশের আগে)
  2. আফ্রিকা (সংক্ষেপে, 19 শতকের গোড়ার দিকে)
  3. আফার (কবীর হামজা লিপি)
  4. আজারবাইজানীয় (শুধু ইরান)
  5. বেলুচি
  6. বাংলা (সুলতানি আমলে এদেশে আরবীর ব্যাপক ব্যাবহার ছিল। ইংরেজদের আগেও এদেসের সরকারী ভাষা ছিল ফারসি)
  7. বাল্টি
  8. বেলারুশিয়ান (উপলক্ষে)
  9. বারবার (সাহারা মরুভূমি)
  10. বসনিয়ান (পূর্বে)
  11. মধ্য কুর্দি
  12. চেচেন (জর্জিয়ান লিপির পাশাপাশি)
  13. পূর্ব তুর্কিস্তানঃ চীন (আরবি থেকে প্রাপ্ত Xiao'erjing বর্ণমালায় চীনা)
  14. চট্টগ্রামবাসী (সুলতানি ও মুঘল আমলে)
  15. ক্রিমিয়ান তাতার (1928 সালের আগে)
  16. Dungan (এখন সিরিলিক স্ক্রিপ্ট ব্যবহার করে)
  17. ডোগরি (ভারতে দেবনাগরী এবং টাকরি লিপিও ব্যবহার করে)
  18. ফিলিপিনো (14 শতক থেকে 16 শতক পর্যন্ত মুসলমানদের দ্বারা ব্যবহৃত)
  19. গ্রীক (গ্রীস এবং আনাতোলিয়ার নির্দিষ্ট এলাকায় উসমানী আমলে)
  20. জাভানিজ /ইন্দোনেশীয়া (পেগন বর্ণমালা দেখুন)
  21. কাশ্মীরি
  22. কাজাখস্তান (রুশ শাসনের আগে ফারসির সাথে)
  23. কুর্দি (ইরান ও ইরাক)
  24. কিরগিজ
  25. মালাগাসি (19 শতক পর্যন্ত)
  26. মালয় (14-20 শতক)
  27. মারোয়ারি (পাকিস্তান)
  28. তুর্কি (উসমানী শাসনে)
  29. পশতু
  30. ফার্সি (ইরান ও আফগানিস্তানে ফারসির পাশাপাশি আরবীর ব্যাবহার ছিল)
  31. পাঞ্জাবি (পাকিস্তান)
  32. রোহিঙ্গা (ল্যাটিন লিপিও ব্যবহার করে)
  33. স্প্যানিশ (16 শতকের আগে, ওরফে আলজামিয়াডো)
  34. সোয়াহিলি (উপলক্ষে)
  35. তুর্কমেন (ফারসির পাশাপাশি)
  36. উইঘুর
  37. উজবেক (আগে, এখন সিরিলিক এবং ল্যাটিন বেশি ব্যবহৃত হয়)

তথ্যসূত্র:

  1. পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (প্রথম ও তৃতীয় খণ্ড) : বদরুদ্দীন উমর, সুবর্ণ সংস্করণ, ২০১২
  2. জীবনের শিলান্যাস : সৈয়দ আলী আহসান, ২০০২
  3. শহীদুল্লাহ্ সংবর্ধনা গ্ৰন্থ : মুহম্মদ সফিউল্লাহ সম্পাদিত, ১৯৬৭
  4. দৈনিক সমকাল পত্রিকা 
  5. List of languages by writing system, Wikipedia (Access date: Nov 15, 21).


BengaliHindi'PronunciationUrduUr.Pronounce
 Vowel   
a  
aaا-ع-ءআইন-হামজ়া/আ
iے-یইয়ে
ee  
u  
uu  
re  
eےইয়ে
ei  
এ্যাea  
অউou  
oوওয়াও
oiعআইন
অংअंan  
অঃअःah  
     
 Consonants   
kaق-کক্বফ-কাফ
khaخখ়ে
gaغ-گগ়েইন-গাফ
gha  
ang  
caچচে
cha  
jaج-ذ-ز-ض-ظজিম-জ়াল-জ়ে-জ়োয়াদ-জ়োয়ে
jhaژঝ়ে
ng  
taٹ 
tha  
daڈডাল
dha  
na  
taت-طতা-তোয়ে
tha  
daدদাল
dha  
naنনুন
paپ 
phaفফ়ে
baب 
bha  
maمমিম
ya  
raرরে
laلলাম
 va/wa  
shaشশিন
sha  
saث-س-صসিন-সোয়াদ
haح-ہ‬-ھহে
ড়  ڑড়ে
ঢ়    
য়    
    
    
ঃ ঁ  ںনুন গ়ুন্নাহ
     
ক্ষक्षksha  
ত্রत्रtra  
ঞ্জज्ञgya 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন